বিসমিল্লাহির-রহমানীর-রাহিম
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় "একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন" পোস্টের ৪ নং পোস্ট শরু করছি।এক নজরে পূর্বের পোস্ট সমূহ দেখুনঃ
৪. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৪)
৫. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৫)
এই ভাবে চলবে……………………
আজ আমরা কম্পিউটারের "প্রক্রিয়াকরণ যন্ত্রাংশগুলো" নিয়ে আলোচনা করব।
প্রক্রিয়াকরণ যন্ত্রাংশগুলো মধ্যে প্রধান যন্ত্র "প্রসেসর" এবং "মাদারবোর্ড"। একটি কম্পিউটারের সকল কিছু প্রসেস করে এই দুই যন্ত্র।
প্রসেসর ছাড়া কম্পিউটার অচল।
মাদারবোর্ডঃ
মাদারবোর্ড হল ব্যাক্তিগত কম্পিউটারের মত জটিল ইলেকট্রনিক সিস্টেম এর মূল সার্কিট বোর্ড(পিসিবি) মেইনবোর্ড বা সিস্টেম বোর্ড -ও বলা হয়।
তবে ম্যাকিনটোশ কম্পিউটারে এটিকে লজিকবোর্ড বলা হয়। মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয়।
সাধারণ ডেস্কটপ কম্পিউটারে মাদারবোর্ডের সাথে মাইক্রোপ্রসেসর,প্রধান মেমরি ও কম্পিউটারের অন্যান্য অপরিহার্য অংশযুক্ত থাকে। অন্যান্য অংশের মধ্যে আছে শব্দ ও ভিডিও নিয়ন্ত্রক, অতিরিক্ত তথ্যভান্ডার, বিভিন্ন প্লাগইন কার্ড যেমন ল্যান কার্ড ইত্যাদি। কি-বোর্ড,মাউসসহ সব ইনপুট/আউটপুট যন্ত্রাংশও মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।
মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানিগুলোর নামঃ
১. আসুস
২. ইন্টেল
৩. গিগাবাইট
৪. ইসিএস
আসুস বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মাদারবোর্ড প্রস্তুতকারক কোম্পানি।
মাদারবোর্ড সম্পর্কে তেমন বলার কিছু নাই। তবে আপনাদের যদি কিছু জানার দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন।
মাইক্রোপ্রসেসর (সংকেত µP) হলো প্রোগ্রামযোগ্য ডিজিটাল ইলেক্ট্রনিক যন্ত্রাংশ, যা কম্পিউটার সহ নানা ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়।
প্রসেসরের ইতিহাসঃ
১৯৬০এর দশকের শেষে ও ১৯৭০ এর দশকের শুরুর দিকের ৩টি প্রকল্প হতে মাইক্রোপ্রসেসরের সূচনা হয়। এগুলি হলো, ইন্টেলের ৪০০৪, টেক্সাস ইন্সট্রুমেন্টসের টিএমএসে ১০০০ এবং গ্যারেট এআইরিসার্চ এর সেন্ট্রাল এয়ার ডাটা কম্পিউটার।
১৯৬৮ সালে গ্যারেটকে মার্কিন নৌবাহিনীর নতুন যুদ্ধ বিমান এফ-১৪ টমক্যাট এর জন্য উড্ডয়ন নিয়ন্ত্রক কম্পিউটার তৈরির কাজ দেয়া হয়। এর নকশা শেষ হয় ১৯৭০ সালে, মসফেট-ভিত্তিক চিপ ব্যবহার করে। এই নকশাটি শুরুর দিকের সব টমক্যাট বিমানে ব্যবহার করা হয়। কিন্তু নৌবাহিনীড় গোপনীয়তা রক্ষার্থে ১৯৯৭ সালের আগে পর্যন্ত এর বিস্তারিত বিবরণ প্রকাশ করতে দেয়া হয় নাই। এজন্য এই এমপি৯৪৪ চিপসেটের কথা অনেকটা অপরিচিত রয়ে গেছে।
১৯৭১ সালের ১৭ই সেপ্টেম্বর টেক্সাস ইন্সট্রুমেন্টস ৪-বিটের টিএমএস ১০০০ তৈরি করে, এবং শুরুতে এটি ব্যবহার করে একচিপের একটি ক্যালকুলেটর তৈরি করে। ইন্টেলের ৪০০৪ চিপটি ১৯৭১ সালের ১৫ই নভেম্বর ফেডেরিকো ফ্যাগিনের তত্ত্বাবধানে নির্মিত হয়।
এইভাবে হাজার হাজার হাত ঘুরে আমাদের হাতে পৌঁছে গেল আজকের এই ছোট ম্যাক্রোপ্রসেসর।
যেসব কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করেঃ
যে সব কোম্পানি প্রসেসর নির্মাণ করেন তাদের মধ্যে অন্যতম "ইন্টেল"। এছাড়াও অনেক কোম্পানি আছে।
যেমনঃ AMD , NVIDIA , ATHLON , TURION
আজ এখানে শেষ করলাম। আগামী পর্বে "প্রসেসরের ভার্সন" নিয়ে আলোচনা করব।
আশা করি সবাই আমার সাথে থাকবেন।
এই কামনায় এখানেই বিদায়।
No comments:
Post a Comment