^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

হাতে কলমে বাংলা লিখা শিখুন (অভ্র ব্যাবহার করে)


আসসালামুয়ালাইকুম ,

কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন।

পোস্টের টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আজকে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি।

আজ আমি মাতৃ ভাষা বাংলা লিখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব।

একটু আগের কথায় ফিরে যাইঃ

আপনারা যারা  "TechnoSpot BD" পেজের সাথে পরিচিত তারা নিশ্চয় উপরের ছবিটি চিন্তে কষ্ট হচ্ছেনা।


জরিপ করেছিলাম এইরকমঃ
আপনারা কে কে মাতৃভাষা বাংলা কম্পিউটারে(ফেসবুক) লিখতে পারেন ??
লিখতে পারলে কমেন্টঃ YES
না লিখতে পারলে কমেন্টঃ NO

জরপের ফলাফল
YES=অনেক কম (কিন্তু যারা বলেছেন তারা অনেক জর দিয়ে বলেছেন এবং কেও কেও লিখে দেখিয়েছেন)
NO=বেশী

যারা YES বলেছেন তাদের সবাইকে ধন্যবাদ

আপনারা যারা NO বলেছেন তাদের জন্য মূলত আজকের এই পোস্ট

ভয় করোনা বন্ধু আমি আছি আপনাদের সাথে। আজ আমরা হাতে কলমে শিখব কিভাবে বাংলা লিখতে হয়।


প্রথমে এখান থেকে "Siyam Rupali" ফণ্ট ডাউনলোড করুন।
নিচের ছবির মত করে উইন্ডোজ কে ফ্রন্টটি দিন
এখান থেকে অভ্র ডাউনলোড করে নিন।




মনের মত করে ইন্সটল করুন।
এবার Siyam Rupali ফ্রন্টটি আপনার ব্রাওজারে FIX করার জন্য নিচের পদ্ধতি আবলম্বান করুন।

  1. Go to Firefox Options > Content > Fonts & Colors > Click on Advanced
  2. Under Fonts for > Select Bengali from dropdown list
  3. Select Siyam Rupali or any other good Bengali font.
অভ্র ইন্সটল শেষে নিচের ছবির মত করে কীবোর্ড সেটআপ করুন

আপনার কাজ ৯৯.৯% শেষ।
বাকি ০.১% আপনার প্র্যাকটিস করে অর্জন করতে হবে।

আপনাদের 
প্র্যাকটিসে আমি কিছুটা সাহায্য করার চেষ্টা করি

নিচের কীবোর্ডটি ভাল করে দেখুন

কোন অক্ষর কিভাবে লিখতে হয় টা সুন্দর ভাবে দেওয়া আছে। একটু মনে রাখার চেষ্টা করুন।
এবার আমার সাথে লিখতে শুরু করুন


একটু লক্ষ্য করুন "ডাকো" শব্দটি লিখার জন্য আমি "dako" টাইপ করেছিলাম কিন্তু অভ্র এই "dako" দিয়ে কয়েকটা বাংলা শব্দ দিয়েছে। আপনি এইভাবে আপনার দরকারি শব্দটি নির্বাচন করতে পারেন।

প্রথম প্রথম অনেক বাংলা শব্দ ইংলিশে লিখতে কষ্ট হবে তাই, প্রাথমিক অবস্থায় মাউস দিয়ে কঠিন শব্দ গুলো লিখতে পারেন।

মাউস দিয়ে লিখার জন্য অভ্র কীবোর্ড




আশা করি যদি আপনারা একটু কষ্ট করে চেষ্টা করেন তাহলে খুব তাড়াতাড়ি দ্রত লিখতে পারবেন।



আজ এখানেই বিদায় নিলাম, কথা হবে আবারও।


খোদা হাফেজ 

1 comment:

  1. এত ভেজাল না করে, অভ্র ইন্সটল দিয়ে Run দিলে অভ্রবার আসবে, তারপর যেখানে বাংলা লিখতে ছান,সেখানে ক্লিক করে,আবার আভ্রবার এ English কে বাংলা করে,আবার সেই লিখার জায়গাতে ক্লিক করে লিখলে বাংলা হয়ে যাবে... লিখার সময় মনে রাখতে হবে যে, বাংলা শব্দটাকে English এ বানান করে লিখতে হবে......

    ReplyDelete