বিসমিল্লাহির-রহমানীর-রাহিম
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় "একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন" পোস্টের ২ নং পোস্ট শরু করছি।এক নজরে পূর্বের পোস্ট সমূহ দেখুনঃ
২. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ২)
৩. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৩)
৪. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৪)
৫. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৫)
এই ভাবে চলবে……………………
আজ কম্পিউটারের ইতিহাস সম্পর্কে কিছু বলবনা, ১ নং পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সসাসরি চলে যাব কম্পিউটারের গঠনে।
কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায়
সেগুলঃ
১.হার্ডওয়্যার
২.সফটওয়্যার
হার্ডওয়্যার(Hardware):
হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং ছোঁয়া যায় এবং যার কাঠামো আছে।যা আমরা দেখতে পাই।প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারি।
এক কথায় "দুই চোখ দিয়ে কম্পিউটারের যে সব যন্ত্র দেখতে পাই তার সব গুলো হার্ডওয়্যার"
যেমনঃআজ কম্পিউটারের ইতিহাস সম্পর্কে কিছু বলবনা, ১ নং পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সসাসরি চলে যাব কম্পিউটারের গঠনে।
কম্পিউটারকে সাধারনত দুটি ভাগে ভাগ করা যায়
সেগুলঃ
১.হার্ডওয়্যার
২.সফটওয়্যার
হার্ডওয়্যার(Hardware):
হার্ডওয়্যার হল সেই সব অংশ যা দৃশ্যত এবং ছোঁয়া যায় এবং যার কাঠামো আছে।যা আমরা দেখতে পাই।প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারি।
এক কথায় "দুই চোখ দিয়ে কম্পিউটারের যে সব যন্ত্র দেখতে পাই তার সব গুলো হার্ডওয়্যার"
মনিটর
মাউস
কেসিং
মাদারবোর্ড
ইত্যাদি
প্রক্রিয়াকরণ ধাপ আনুসারে হার্ডওয়্যার কে মুলত ৪টি অংশে ভাগ করা যায়।
যেগুলোঃ
১.ইনপুট যন্ত্রাংশ
২.প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ
৩.আউটপুট যন্ত্রাংশ
৪.সংরক্ষন যন্ত্রাংশগুলি
এখুন প্রতিটি যন্ত্রাংশ কি কি এবং কাজ সম্পর্কে ছোট করে জেনে নেই
১.ইনপুট যন্ত্রাংশ - যেসকল যন্ত্রাংশ দ্বারা কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট বলে।
যেমনঃ মাউস দ্বারা কম্পিউটারকে নির্দেশ দেয়া হয়। তাই মাউস একটি ইনপুট যন্ত্র।
২.প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ - যেসকল যন্ত্রাংশ দ্বারা কম্পিউটার প্রদত্ত নির্দেশ প্রসেস বা প্রক্রিয়া করে তাকে প্রসেসিং যন্ত্রাংশ বলে।
যেমনঃ মাউস দ্বারা যে নির্দেশ দেয়া হয় তা মাউস পোর্টের মাধ্যমে মাদারবোর্ডে পৌছে, এবং প্রসেস হয়। তাই মাদারবোর্ড একটি প্রক্রিয়াকরণ যন্ত্র।
৩.আউটপুট যন্ত্রাংশ - যেসকল যন্ত্রাংশ দ্বারা কম্পিউটারকে প্রদত্ত নির্দেশের ফলাফল দেখা যায় তাকে আউটপুট বলে।
যেমনঃ মাউস দ্বারা কোন নির্দেশ দিলে তার ফলাফল কি হল তা মনিটরে দেখা যায়। তাই মনিটর একটি আউটপুট যন্ত্র।
যেমনঃ সিডি রম। প্রক্রিয়াকৃত তথ্য সিডিরম দ্বারা খালি সিডিতে সংরক্ষন করা যায়।
আজ এখানে শেষ করলাম। আগামী পর্বে "ইনপুট যন্ত্রাংশ" কি কি হইতে পারে এবং প্রতিটি .ইনপুট যন্ত্রাংশের বিস্তারিত আলোচনা করব।
আশা করি সবাই আমার সাথে থাকবেন।
এই কামনায় এখানেই বিদায়।
খোদা হাফেজ
সত্যিই অসাধারণ আপনার উপস্থাপনা। আপনার পুরো সিরিজটি আমি সংগ্রহে রাখতে চাই। ভালো থাকুন।
ReplyDelete