^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট-৩)


বিসমিল্লাহির-রহমানীর-রাহিম
সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় "একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন" পোস্টের ৩ নং পোস্ট শরু করছি।

৩. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৩)
৪. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৪)
৫. একটি পরিপূর্ণ কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে জানুন (মেগা পোস্ট ৫)
                  এই ভাবে চলবে……………………

এই পর্বে কম্পিউটারের "ইনপুট যন্ত্রাংশ" কি কি হইতে পারে এবং কিছু .ইনপুট যন্ত্রাংশের বিস্তারিত আলোচনা ও ছবি দেখব।


ইনপুট যন্ত্র কিঃ যেসকল যন্ত্রাংশ দ্বারা কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট বলে। 

যেমনঃ মাউস দ্বারা কম্পিউটারকে নির্দেশ দেয়া হয়। তাই মাউস একটি ইনপুট যন্ত্র।


ইনপুট যন্ত্রাংশগুলোর নামঃ
মাউ:
মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার। ১৯৬০ এর দশকের শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের ডুগ এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু সত্তরের দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্যত্র জনপ্রিয়তা পায় নাই। ১৯৮০ এর দশকে আ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম এটি উপস্থাপন করে, এর আকৃতি ইঁদুরের মত তাই এর নাম mouse দেয়া হয়েছিল। এটি একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে মনিটরের বা প্রোগ্রামের যে কোন স্থানে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা সম্ভব। এর কল্যানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা GUI সম্বলিত আপারেটিং সিসটেম এত দ্রুত প্রসার পায়।

কিবোর্ড
কিবোর্ড ইংরেজি শব্দ key board থেকে এসেছে, যা এখন প্রায় বাংলা একটি শব্দ। বাংলা করলে দাঁড়াবে চাবির পাটাতনকতগুলো কি একত্রে একটি ধারকের মধ্যে থাকায় এইরূপ নামকরণ। কম্পিউটারের কিবোর্ড এর কারণে বর্তমানে অনেকেই এর সম্পর্কে জানেন। কম্পিউটারের কিবোর্ড হল একটি টাইপরাইটার যন্ত্র বিশেষ যার মধ্যে কতগুলো বাটন বা চাবির সন্নিবেশ থাকে এবং এগুলো ইলেক্ট্রনিক সুইচ এর কাজ করে।

বিশেষ কিছু কিবোর্ডঃ

ইন্টারনেট

মাল্টিমিডিয়া ও গেমস


ভার্চুয়াল



কিছু ডিজাইন কীবোর্ডঃ
কিউট্রি

এজাট্রি

ল্যাপটপ আকারের

থাম্ব আকারের

এরোগনমিক

ভাঁজ করা যায় এমন কিবোর্ড
কীবোর্ড যে সব মধমে CPU সংযোগ করা হয়ঃ

পিএস/২

ইউএসবি

ব্লুটুথ

ইনফ্রারেড

রেডিও ফ্রিকোয়েন্সি


খেলার জন্য ব্যাবহিত যন্ত্রাংশ:
জয়স্টিক

                                                         গেম কন্ট্রোলার



গেম প্যাড


ছবি এবং চলচিত্রের জন্য ব্যাবহিত যন্ত্রাংশঃ
ডিজিটাল ক্যামেরা

ওয়েবক্যাম

স্ক্যানার

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

বারকোড রিডার

থ্রীডি স্ক্যানার

লেজার রেন্জফাইন্ডার

অডিও ইনপুট জন্য ব্যাবহিত যন্ত্রাংশ:

মাইক্রোফোন

মিডি কিবোর্ড

অন্যান্য জন্য ব্যাবহিত যন্ত্রাংশ:
ডিজিটাইজার পেন

ট্যাবলেট

আজ এখানে শেষ করলাম। আগামী পর্বে প্রক্রিয়াকরণ যন্ত্রাংশগুলো নিয়ে আলোচনা করব।
আশা করি সবাই আমার সাথে থাকবেন।
এই কামনায় এখানেই বিদায়।

No comments:

Post a Comment