^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

সহজেই ফিরিয়ে আনুন ফেইসবুকের পুরোনো চ্যাটবক্স






বিসমিল্লাহির রাহমানির রাহীম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার প্রথম লেখা পোস্ট করতে যাচ্ছি। আশাকরি আমার এই পোস্টের মাধ্যমে আপনারা বেশ উপকৃত হবেন। ফেইসবুকের নতুন চ্যাটবক্সটি খুবই বিরক্তিকর।কারণ এখানে অনলাইন/অফলাইন সবাইকেই একসাথে দেখায়। তবে আপনি চাইলে সহজেই ফিরিয়ে আনতে পারেন আগের চ্যাটবক্সটি। তো চলুন দেখি কিভাবে ফিরিয়ে আনতে পারবেন ফেইসবুকের আগের চ্যাটবক্সটি।
মজিলা ফায়ারফক্স এর জন্যঃ
১. প্রথমে এই লিঙ্কে ক্লিক করে অ্যাডঅনটি ইনস্টল করুন।
২. এরপর এই লিঙ্কে ক্লিক করে user-script ইন্সটল করুন।
৩. ব্যাস হযে গেল আপনার কাজ ! এবার Mozilla Firefox টি বন্ধ করে আবার চালু করুন আর মজা করে ব্যবহার করুন আগের চ্যাটবক্সটি।
অপেরা এর জন্যঃ এ্ই লিঙ্কে ক্লিক করে এক্সটেনশনটি ডাউনলোড করুন।
গুগল ক্রোম এর জন্যঃ এই লিঙ্কে ক্লিক করে এক্সটেনশনটি ডাউনলোড করুন।
সাফারী এর জন্যঃ এ্ই লিঙ্কে ক্লিক করে অ্যাডঅনটি ডাউনলোড করুন।
চাইলে নতুন চ্যাটবারটিতেও ফিরে আসতে পারেন যে কোনো সময়।
পোস্টটি কেমন লাগলো জানাবেন।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

No comments:

Post a Comment