^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

এবার নিচিন্তে যে কোন মডেম দিয়ে ব্লগিং করুন অথবা ব্লগ পড়ুন



সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকে পোস্ট শুরু করছি।
সবার মনের ইচ্ছার জাগরণ হয় নিজের একটা ব্লগ হবে। কিন্তু যারা মডেম ব্যাবহার করে তারা ইচ্ছা থাকলেও ব্লগিং করতে পারবেন না, কারন আপনি www.blogger.com কোন ব্লগ পরতে পারবেন না।

না বলে কোন শব্দ নেই, তাই না কে হ্যাঁ করার জন্য এই পোস্ট।
আপনারা যারা মডেম ব্যাবহার করেন,
যেমনঃ
১.জিপি
২.সিটিসেল
৩.এয়ারটেল
৪.কিউবি
৫.বাংলা-লায়ন
আরও যদি থাকে………………
 তারা খুব সহজে DNA অ্যাড্রেস পরিবর্তন করে মডেম দিয়ে ব্লগ সাইট ওপেন করতে পারবেন।
কিভাবে করবেন




উইন্ডোজ ৭ এর জন্যঃ
  1.  পথমে Control Panel থেকে Network and Internet এ যান।
  2. এরপর “Local Area Connection” রাইট বাটন ক্লিক করে “properties অন করুন।
  3. Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version 4 (TCP/IPv4) মার্ক করে Properties এ ক্লিক করুন।
  4. ওখানে General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)
  5. Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8  ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)
  6. OK করে বের হয়ে আসুন।
  7. সবশেষে ইন্টারনেট রি-কানেক্ট করুন।
  8. এখানে ক্লিক করে দেখেন হইল কিনা
 
উইন্ডোজ এক্সপি জন্যঃ
1)     পথমে Control Panel থেকে Network Connection এ যান।
2)     ওখান থেকে একটিভ কানেকশনটির Properties এ ক্লিক করুন।
3)     Networking ট্যাব এ গিয়ে Internet Protocol Version মার্ক করে Properties এ যান।
4)     General থেকে Use the following DNS server addresses মার্ক করে Preferred DNS server এ 4.2.2.8 অথবা 4.2.2.2 (যে কোন ১ টি ব্যাবহার করুন)
5)     Alternate DNS server এর এখানে 4.2.2.5 অথবা 8.8.8.8  ( আগের মতোই যে কোন ১ টি ব্যাবহার করুন)
6)     OK করে বের হয়ে আসুন।
7)     এবার ইন্টারনেট রি-কানেক্ট করুন।

মাঝে মাঝে এই নিয়ম কাজ করে না।
আবারও না, আবার বাঁকা পথ ব্যাবহার করি।
বাঁকা পথের জন্য প্রক্সি ব্যাবহার করতে হবে।
প্রক্সি সাইটে যেকোনো ব্লগের “URL” অ্যাড্রেস লিখে “GO” দিলে আশা করি ঐ ব্লগ ওপেন হবে।এইরকম অনেক প্রক্সি সাইট আছে।
একটা প্রক্সি সাইট ফ্রী দিলাম। “Now click go fast

No comments:

Post a Comment