^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

হ্যাকিং সিমবিয়ান


সিমবিয়ান কি?

সিমবিয়ান একটি অপারেটিং সিস্টেমের নাম যার পৃষ্ঠপোষক নকিয়া।
সিমবিয়ান OS এর কাজের সব প্রফেশনাল সফটওয়্যার নিয়ে সিরিজ আকারে টিউন করার চেষ্ঠা করবো। নবীনদের জন্য প্রথমেই সিমবিয়ান মোবাইলের হ্যাকিং নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি।
সিমবিয়ানের ‍S60, S60v2, S60v3, S60v5, Symbian^3 সিরিজ রয়েছে। বর্তমানে আমরা S60v3 হ্যাকিং নিয়ে আলোচনা করবো।

কেন হ্যাকিং করতে হবে?

সার্টিফিকেট জনিত সমস্যার সমাধানে ফোন হ্যাক করতে হবে। বেশীরভাগ সফটওয়্যার ইন্সটল করতে গেলে সিমবিয়ান ব্যবহারকারীরা একটি সমস্যায় পড়েন।Certificate Error, Expired Certificate, File Corrupt ইত্যাদি সমস্যা দেখায়। এসব ঝামেলা থেকে মুক্তি পাবার সহজ সমাধান ফোন হ্যাক করা, তাহলেই এই উটকো ঝামেলা পোহাতে হবেনা কখনো।

কোন মডেলের সেটে হ্যাকিং করতে হবে?

নকিয়া এর S60v3 ঘরানার 3 টাইপের ডিভাইস রয়েছে।
PRE-FP1 ডিভাইস যেমন নকিয়া-
  • N75
  • N77
  • E61i
  • E65
  • N93i
  • N91 8GB
  • E62
  • E50
  • 5500
  • N93
  • N73
  • N80
  • N71
  • N92
  • E70
  • E60
  • E61
  • 3250
FP1 ডিভাইস। যেমন নকিয়া-
  • Nokia 5700 XpressMusic
  • Nokia 6110 Navigator
  • Nokia 6120 classic & 6121 classic
  • Nokia 6124 classic
  • Nokia 6290
  • Nokia E51
  • Nokia E63
  • Nokia E66
  • Nokia E71
  • Nokia E90 Communicator
  • Nokia N76
  • Nokia N81 & N81 8GB
  • Nokia N82
  • Nokia N95 & N95-3 NAM
  • Nokia N95 8GB
FP2 ডিভাইস। যেমন নকিয়া-
  • Nokia 5320 XpressMusic
  • Nokia 5630 XpressMusic
  • Nokia 5730 XpressMusic
  • Nokia 6210 Navigator
  • Nokia 6220 Classic
  • Nokia 6650
  • Nokia 6700 slide
  • Nokia 6710 Navigator
  • Nokia 6720 classic
  • Nokia 6730 Classic
  • Nokia 6730 Classic [11]
  • Nokia 6760 slide
  • Nokia 6788 & Nokia 6788i
  • Nokia 6790 slide
  • Nokia 6790 Surge
  • Nokia C5-00
  • Nokia C5-01
  • Nokia E5-00
  • Nokia E52
  • Nokia E55
  • Nokia E71x (AT&T)
  • Nokia E72
  • Nokia E73 Mode
  • Nokia E75
  • Nokia E75 US+LTA variant
  • Nokia N78
  • Nokia N79
  • Nokia N85
  • Nokia N86 8MP
  • Nokia N96 & N96-3
  • Nokia X5-00
  • Nokia X5-01
প্রত্যেকের হ্যাকিং এর আলাদা আলাদা কৌশল রয়েছে। আমরা আপাতত বহুল প্রচলিত FP1 ডিভাইস ও FP2 ডিভাইসগুলোর হ্যাকিং শিখবো, দুটোর হ্যাকিং কৌশল একই।

টিউটোরিয়াল

1. প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে হ্যাকিং এর পুরো প্যাকেজটি নামিয়ে নিন (সাইজ 622 কিলোবাইট)
এর ভেতরে 4টি ফাইল আছে-
  • 1. x-plore_s60_3rd_1_52.sisx
  • 2. HelloCarbide (new).sisx
  • 3.(a).Pre-FP1 ফোল্ডার ও এর ভিতরে installserver.exe নামের ফাইল।
  • 3.(b).FP1 ফোল্ডার ও এর ভিতরে installserver.exe নামের ফাইল।
পুরো ফোল্টারটি মেমরি কার্ডে নিয়ে নিন।
2. এবার মোবাইলে 1. x-plore_s60_3rd_1_52.sisx ফাইলের উপর ক্লিক করে X-Plore নামের সফটওয়্যারটি ইন্সটল করুন।
3. Time Srttings থেকে মোবাইলের তারিখ বসান 01/6/2009 এরপর 2. HelloCarbide (new).sisx ফাইলের উপর ক্লিক করে HelloCarbide নামের সফটওয়্যারটি ইন্সটল করুন। এটির কোন আইকন থাকবে না। সফটওয়্যারটি এখনই ওপেন করবেন না, পরে ওপেন করা হবে।
4. মোবাইল রিস্টার্ট দিয়ে X-Plore সফটওয়্যারটি ওপেন করুন।

কিবোর্ডের শূণ্য (0) বাটনটি চাপুন। কনফিগারেশন মেনু আসবে। চারটি শো হিডেন ফাইল অপশনে টিক দিন।

এরপর মেনু বাটন চেপে এটি মিনিমাইজ করে রাখুন, বন্ধ করে দেবেন না যেন!
5. এবার আইকনহীন HelloCarbide সফটটি ওপেন করুন।

Option থেকে Menu1 এ ক্লিক করুন।

Yes বাটন চাপতে থাকুন। (হাত ব্যাথা হয়ে যেতে পারে)। মিনিমাম 20-25 বার Yes চাপতে হবে, ধৈর্য রাখুন!! কাজ শেষ হলে সফটওয়্যারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

6. মেনুবাটন 2 সেকেন্ড চেপে ধরে রেখে টাস্কবার আনুন। এখান থেকে মিনিমাইজ করে রাখা X-Plore আবার অন করুন।

7. এবার X-Plore দিয়ে মেমোরীকার্ডে থাকা 3.(a).Pre-FP1 বা 3.(b).FP1 ফাইলে যান। আপনার ফোনটি Pre-FP1 না FP1 তা উপরের লিস্ট থেকে দেখে নিন। আমার ফোনটি Pre-FP1 (NOKIA N73) তাই আমি Pre-FP1 ফোল্ডারে ঢুকে installserver.exe ফাইলের কাছে যাচ্ছি।

8. এবার Option> Edit> Copy করুন বা 1 বাটনটি চাপ দিন

9. এবার ফাইলটি

C:/sys/bin

ফোল্ডারে পেস্ট করুন।



10. এবার ফোনটি রিস্টার্ট দিন! হ্যাক হয়ে গেছে!! :D
নির্বিঘ্নে ব্যবহার করুন যেকোনো সফটওয়্যার। সাইন করা নিয়ে বা সার্টিফিকেট নিয়ে আর কোনো সমস্যা পোহাতে হবেনা
writer: net master

No comments:

Post a Comment