^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

ব্লুটুথের মাধ্যমে পিসির ওয়াইম্যাক্স বা ব্রডব্যান্ড কানেকশনটি ব্যবহার করুন মোবাইলে !


রিকোয়ারমেন্টঃ

  • Hisi Proxy নামের যেই সফটটি ব্যবহার করেছি সেটি একটি জাভা সফটওয়্যার।
  • MIDP 2.0 সমর্থিত সেটে, এবং এপ্লিকেশনকে মিনিমাইজ করে রাখা যাবে (যেমন সিমবিয়ান) সেটি এটা ব্যবহার করা যাবে।
  • পিসিতে জাভা রানটাইম এনভাইরোনমেন্ট লাগবে।
  • পিসিতে ব্লুটুথ ডিভাইস/সাপোর্ট থাকতে হবে।
  • Windows 7 Ultimate/SP1 বা Professional লাগবে।

টিউটোরিয়াল ডিফিকাল্টিঃ

Strongly Hard. বিভিন্ন মোবাইল ও বিভিন্ন পিসির OS এর জন্য আলাদা আলাদাভাবে মাথা খাটিয়ে কাজটি করতে হবে।

টিউটোরিয়ালঃ

প্রথমে মিডিয়াফায়ারের এই লিংক থেকে ফাইলটি ডাউনলোড করুন। সাইজ 244 কিলোবাইট। এর ভেতরে দুটো ফোল্ডার আছে For PC এবং For Mobile। For Mobile ফোল্ডার থেকে Jar, Jad ফাইলটি মোবাইলে ইন্সটল করে নিন। For PC ফোল্ডারটি ডেস্কটপে রাখুন।

পিসিতে যেভাবে কনফিগারেশন করতে হবেঃ

Start> Control Panel> Phone And Modem এ যান। Modem ট্যাব থেকে Add এ ক্লিক করুন।

এরপর-


যেকোন একটি কমপোর্ট সিলেক্ট করুন।



এবার Start> Control Panel> Network And Internet এ যান-


সবগুলো ফিচার অন (On) করে দিন।

পিসির কনফিগারেশন ওকে!
এবার ডেস্কটপ থেকে For Pc ফোল্ডারের ভেতরের ফাইলগুলো থেকে Pihatonttu.cmd ফাইলের উপর Right Click করে Edit এ ক্লিক করুন।

আপনার ব্লুটুথ ডিভাইসটি যেই পোটে লাগানো সেটি প্রবেশ করান। (ব্লুটুথ ডিভাইসের প্রোপারটিজ থেকে জেনে নিয়ে এখানে প্রবেশ করান। আমার ডিভাইসটি COM Port 3 ব্যবহার করছে।)

ফাইলটি সেভ করে বের হয়ে আসুন।

মোবাইল কনফিগারেশনঃ

মোবাইলের সেটিংস> কনফিগারেশন সেটিংস> Access Point এ যান।

New Access Point থেকে নতুন APN তৈরী করুন।

এডিট করার ফিল্ডে Access Point Name এর জায়গায় যেকোন নাম দিন। আমি দিয়েছি Wimax.
Access Point Name এর জায়গায় লিখুন: gpinternet (যদি গ্রামীণফোনের গ্রাহক হন)। বাকী প্রোফাইল গুলো পরিবর্তন করতে হবেনা।

Wimax নামের নতুন একটি কনফিগারেশন তৈরী হয়ে গেছে।

আপনার মোবাইলের ব্রাউজারের সেটিংস থেকে ইন্টারনেট প্রোফাইল (GP-WAP, GP-INTERNET) চেঞ্জ করে Wimax সিলেক্ট করে দিন।

যেভাবে ব্যবহার করবেনঃ

1. মোবাইলের ব্লুটুথ চালু করুন।

2. ডেস্কটপে থাকা For PC ফোল্ডার থেকে Pihatonttu.cmd ফাইলে ডাবল ক্লিক করুন। সফটটি চালূ হবে।

3. এবার মোবাইল থেকে Hisi Proxy সফটওয়্যারটি চালু করুন। এরপর স্ক্রিণশটগুলো অনুসরণ করে এগিয়ে যান।






4. মেনু বাটন চেপে মোবাইলের সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে রাখুন (মিনিমাইজ করে রাখুন)
এবার মোবাইলের ওয়েব ব্রাউজার অন করে আরামে ব্রাউজ করতে থাকুন! :D :D :D :D
মোবাইলে ব্রাউজ করার প্রতিটি লগ পিসিতে এভাবে দেখাতে থাকবে-

সীমাবদ্ধতাঃ

TCP কানেকশন ব্যবহার করতে পারবেন না। অপেরা মিনি চালাতে চাইলে অপেরার সেটিংস থেকে Socket ডাটা তুলে দিয়ে HTTP দিতে হবে।


for xp: http://www.mobilesmania.com/forum/topic/47018-hiisi-suite-v163-say-goodye-to-gnubox/for wi-fi:  http://www.youtube.com/watch?v=qC9XA6C4jk4
writer: net master 

No comments:

Post a Comment