^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

আসুন , মোবাইলে Youtube এর ভিডিও দেখি।


আমরা সবাই কম বেশি Youtube এর সম্পর্কে জানি। এ  ও জানি যে Youtube থেকে মোবাইলে ভিডিও দেখা খুবই কঠিন। তবে আর নয়। কম্পিউটারের মতই মোবাইলে Youtube এর ভিডিও দেখতে পারবেন। খুবই সহজে।

প্রথমে নিচের ওয়েবসাইট থেকে ব্রাউজারটি নামিয়ে নিন ও ইন্সটল করুন।

BOLTBROWSER

এবার আপনি যে ভিডিওটি দেখতে চান ব্রাউজারটি ওপেন করে তার লিঙ্ক দিন বা Youtube এ গিয়ে সার্চ করে বের করুন।
দেখতে পারবেন কম্পিউটারের মতই  Play , Stop এর বাটন দেখা যাচ্ছে।
Play তে ক্লিক করুন। দেখবেন ভিডিও Play হচ্ছে।

No comments:

Post a Comment