ভুলে যান তবেও আপনি আপনার কম্পিউটার অন
করতে পারবেন । এজন্য যখন আপনার কম্পিউটার
পাসওয়ার্ড চাইবে তখন Ctrl + Alt চেপে ধরে দুবার Delete চাপুন । নতুন উইন্ডো আসলে সেখানে User name- এ Administrator লিখে OK করুন । এতে কম্পিউটার চালু হবে । এবার Control panel এ গিয়ে আপনার ইউজার একাউন্টে ক্লিক করুন ।
এতে নতুন উইন্ডো অপেন হবে । সেখানে Remove password এ ক্লিক করুন । এবার কম্পিউটার রিস্টার্ট বা লগ অফ করে আপনার একাউন্টে প্রবেশ
করুন ।
তবে যদি Administrator পাসওয়ার্ড দেয়া থাকে তবে সেই পাসওয়ার্ড ছাড়া কম্পিউটার
চালু হবে না । এজন্য কম্পিউটার আবার
অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে ।
No comments:
Post a Comment