^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

কম্পিউটার গেমের এক বিরাট কালেকশান (১ম পর্ব)


বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, সবাইকে আমার বিশাল ভাল লাগা ভালবাসা জানিয়ে আজকের টুইট শুরু করছি। কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে খুবই ভাল আছেন। আজ আপনাদের জন্য এনেছি ৫০০শতকের মতো পিসি গেমস।
কম্পিউটার গেমস পচন্দ করে না, এমন লোক পাওয়াই দুষ্কর। অনেকেই আছেন যারা কম্পিউটারে গেমস খেলা ছাড়া থাকতেই পারেন না। আবার দেখা যায় অনেকেই আছেন যারা গেমস খেলতে চান, কিন্তু ভাল গেমস এর লোকেশান পান না বা পেলেও তাতে থাকে অনেক ঝামেলা। ফলে গেমস খেলার ইচ্ছা থাকলেও পারছেন না খেলতে। তাই আপনাদের মতো গেম প্রেমীদের জন্য আজ এই গেমগুলো নিয়ে এলাম। সবগুলো গেমই মিডিয়াফায়ারে যাতে আপনাদের অসুবিধা না হয় সে জন্য এখানে দেয়া হল। যেহেতু অনেকগুলো গেমস, তাই আপনাদের জন্য ২৪টি পর্বে ভাগ করে দিলাম। নিচে ডাউনলোড লিংক দেয়া আছে, ডাউনলোড করে নিন।
তাহলে এক্ষুনি ডাউনলোড করে নিন গেমসগুলো। আজ এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ…….

1 comment: