এখন আমরা হারিয়ে যাব সুরএর ভবনে। কার-না ইচ্ছা করে মনের মত সুর তুলতে কিন্ত সুর তোলা কি এত সোজা? হাঁ আমি বলব সোজা কিন্ত এর জন্য লাগবে চর্চা।
তাই আসুন পিয়ান চর্চা করি এবং মন খুলে পিয়ান তে সুর তুলি।
আজ আপনাদের সুন্দর একটা পিয়ান উপহার দিব।
১। পিয়ানটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে। [file size: 1.19mb]
২। ফাইলটি আনজিপ করুন
৩। নিচের ছবি দেখুন
৪। লাল দাগ দেওয়া ফাইলটিতে ডবল ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ এখন মাউস অথবা কীবোর্ড দিয়ে পিয়ান বাজান।
কেমন লাগছে বাজাতে। হুম মজা তাই না।
এই ভাবে মজাই মজাই আমাদের দিন পাড়ি হোক।
এই কামনায়
এখানেই বিদায়
ভাল লাগলে জানাবেন।
No comments:
Post a Comment