কেমন আছেন সবাই? আজ আমরা Proxy ব্যাবহার করে ইন্টারনেট শেয়ার করার কৌশল শিখব।
যা যা প্রয়জনঃ
১। পিসি তে দুইটি ল্যান কার্ড
২। একটি ল্যান ক্যাবল
৪। আপনার মেধা
অনেক সময় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করার দরকার হয়। যদি ভিন্ন ল্যান কার্ডের মাধ্যমে ইন্টারনেট পেয়ে থাকেন তাহলে Internet Connection Sharing মাধ্যমে ইন্টারনেট শেয়ার দেয়া যায়। কিন্তু লোকাল নেটওয়ার্ক এবং ইন্টারনেট যদি একই ল্যানের যুক্ত থাকে তাহলে “Internet Connection Sharing” মাধ্যমে শেয়ার দেয়া যায় না। সেক্ষেত্রে প্রক্সি ব্যবহার করে সহজেই শেয়ার দেয়া যায়।
এজন্য 283kb “AnalogX Proxy” (প্রক্সি সার্ভার) নামে একটা সফটওয়্যার প্রয়োজন। তাই এই লিঙ্ক থেকে ডাউনলোড করি। আবার যে কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার দিতে চান সেই কম্পিউটারে AnalogX Proxy সফটওয়্যারটি (ধরি এই কম্পিউটারের আইপি 192.168.1.1) ইনস্টল করে নিন। এবার Start>Programs>AnalogX থেকে Proxy চালু করুন। তবে কম্পিউটার চালু হবার সময় Proxy চালু করার জন্য এর শটকাটটি স্টার্টআপে রাখলে ভাল হয়। ব্যাস এবার যে কম্পিউটারে ইন্টানেটের সংযোগ নিতে চান সেই কম্পিউটারের ব্রাউজার প্রক্সি সেট করুন এবং অনায়াসে ইন্টারনেট ব্যবহার করুন।
ফায়ারফক্স: ফায়ারফক্সে প্রক্সি কনফিগার করার জন্য Tools মেনু Option এ যান। এবার Advanced ট্যাবে Network থেকে Settings বাটনে ক্লিক করুন। এখানে Manual Proxy Configuration এ টিক দিয়ে আইপি 192.168.1.1 লিখুন এবং ডানের পোর্ট নম্বর দিয়ে OK করে বের হয়ে আসুন।
এজন্য 283kb “AnalogX Proxy” (প্রক্সি সার্ভার) নামে একটা সফটওয়্যার প্রয়োজন। তাই এই লিঙ্ক থেকে ডাউনলোড করি। আবার যে কম্পিউটার থেকে ইন্টারনেট শেয়ার দিতে চান সেই কম্পিউটারে AnalogX Proxy সফটওয়্যারটি (ধরি এই কম্পিউটারের আইপি 192.168.1.1) ইনস্টল করে নিন। এবার Start>Programs>AnalogX থেকে Proxy চালু করুন। তবে কম্পিউটার চালু হবার সময় Proxy চালু করার জন্য এর শটকাটটি স্টার্টআপে রাখলে ভাল হয়। ব্যাস এবার যে কম্পিউটারে ইন্টানেটের সংযোগ নিতে চান সেই কম্পিউটারের ব্রাউজার প্রক্সি সেট করুন এবং অনায়াসে ইন্টারনেট ব্যবহার করুন।
ফায়ারফক্স: ফায়ারফক্সে প্রক্সি কনফিগার করার জন্য Tools মেনু Option এ যান। এবার Advanced ট্যাবে Network থেকে Settings বাটনে ক্লিক করুন। এখানে Manual Proxy Configuration এ টিক দিয়ে আইপি 192.168.1.1 লিখুন এবং ডানের পোর্ট নম্বর দিয়ে OK করে বের হয়ে আসুন।
মনে হয়না খুব কঠিন কাজ তাই একটু চেষ্টা করলে আপনি পারবে আর যদি কাজ করতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment