^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন
skip to main |
skip to sidebar
তৈরি হইল TEXTILE MATERIALS দিয়ে ব্রিজ
Construction
materials হিসেবে টেক্সটাইলের ব্যবহার অনেকের কাছে আজব ব্যাপার, কিন্তু
২০১০ সালের মে মাসে prefabricated textile concrete দিয়ে সফলভাবে একটি
ব্রিজ তৈরী করা হয় জার্মানির আলবাসটাড-লটলিনজেন শহরে।
Groz-Beckert
Company এই নতুন প্রযুক্তির ধারক হিসেবে তাদের এই ব্রজ তৈরির পিছনে কিছু
যৈক্তিক্তা পেশ করে, যেমন- Textile bridge has absolutely Corrosion
resistant, it has a life time of 80 years etc.
টেক্সটাইল
ল্যাটিস এর সাথে alkali-resistant (AR) glass দিয়ে তৈরী roving সংযুক্ত
করে জালিকার মত Structure তৈরী করা হয়। আরো শক্তিশালী Structure পাবার জন্য
epoxy resin দিয়ে roving কে Coated করা হয়। এই epoxy resin এর কাজ হল
filament গুলোকে Load transfer এ সক্ষম উপযোগী tensile strength প্রদান
করা।
এ প্রক্রিয়ায় ২ মিমি ব্যাসের একটা Roving ১০০০ নিউটন/ মিমি২tensile strength(যে load প্রদান করলে materials break করবে) দিতে পারে।
ঘন সন্নিবিষ্ট knitted textile এর এই কাঠামোর loop length ১৫ মিমি।
অত্যান্ত ঘন সন্নিবিষ্ট হবার কারনে এই কাঠামোর পৃষ্টতলের grain এর সর্বোচ্চ
Diametre হল ৪ মিমি। এভাবে screning action প্রায় দুর করা হয়েছে।
নির্মিত এই টেক্সটাইল ব্রিজের দৈর্ঘ্য ১০০০ মিটার যা পৃথিবীর সর্বোচ্চ। এই
ব্রিজটিতে আছে ৬ টি Prefabricated সেকশন, প্রত্যেকটির দৈর্ঘ্য 17.2 metre
করে এবং এটির উচ্চতা ৪৩.৫ মিটার।
reinforcement material হিসেবে
টেক্সটাইল ও prestressing হিসেবে mono-strands এর সমন্বয় হালকা কিন্তু
টেকসই গাঠামো গঠনে ভুমিকা পালন করে। ব্রিজটির উচ্চতাঃ দৈর্ঘ্য= ১:৩৫
টেক্সটাইল ওয়েব reinforcement ব্যাভারের কৌশলগত কারন হল transversal forces
কমান।খুব সামান্য পরিমাণ Concrete cover এর কারনে ওয়েবকে সবচেয়ে পাতলা
section এ স্থাপন করা যায়। এই পাতলা Web টি মাত্র ১২ সে.মি চওড়া। ব্রিজের
কিনারার cantilever arm মাত্র ৯ সে.মি। Fine concreate এর ব্যবহার
ব্রিজটিকে Homognous surface দেয়।
Fig: Service life: extended warranty
Aachen(জর্মানির একটি শহর) এর Institutes for Solid Construction and
Building Research এর গবেষকরা প্রমান করেছেন যে, textile concreate bridge
এর surviceability limit ভার বহনে পুরোপুরি সক্ষম। উপরন্তু টেক্সটাইল
কনক্রিটের বাড়তি সুবিধা হল এটির serviceability অন্য যে কোন Materials এর
চেয়ে আনেক ভাল।
Groz-Beckert এই ব্রিজের ৯ বছরের ওয়ারেন্টি দিয়েছে।এ সময়ের মধ্যে কোম্পানি ব্রিজটির মেরামতের সকল দায়িত্ব গ্রহণ করবে।
যেখানে কনক্রিট ব্রিজের ওজন ৪০০ টন সেখানে আলবাসটাড-লটলিনজেন এর এই টেক্সটাইল কনক্রিট ব্রিজের ওজন মাত্র ২০০ টন।
Sustainability: Sustainability এর প্রশ্নে বলা যায় দীর্ঘ service life
টেক্সটাইল কনক্রিট ব্রিজ নির্মান করে Groz- Beckert company এটি প্রমান
করতে চেয়েছে যে বর্তমানের টেক্সটাইল টেকনোলজি তাদের কাছে তাদের ক্রেতাদের
কাছে ও তাদের অংশিদারদের কাছে অনেক অনেক গুরুত্তপূর্ন। technical textile
আজ সদর্পে বিচরণ করছে মেডিকেল টেকনোলজি, আটোমোটিভ ও এয়ারস্পেস ইঞ্জিয়ারিং
থেকে শুরু করে Architecture, Construction পর্যন্ত।
এটা নিঃসন্দেহে বলা যায় যে, টেক্সটাইল কনক্রিট ব্রিজ স্মভাবনার নতুন দ্বার উন্নোচন করেছে।
No comments:
Post a Comment