সর্বপ্রথম আামাদের কাপড়কে (নীটেড/ওভেন) রং করার জন্যে কাপড়ের উপযোগী অবস্থা দরকার। এই জন্যে কাপড়কে ডাইং করার পূর্বে স্কাওয়ারিং এবং ব্লিচিং করে নিতে হয়। স্কাওয়ারিং হচ্ছে কাপড়কে ডাইং করার উপযোগী করার জন্য উইভিং অথবা নিটিং হতে প্রাপ্ত কাপড়কে বিভিন্ন ক্যামিক্যালের সাহায্যে এর প্রাকৃতিক অপদ্রব্য দুর করা ব্লিচিং এর মাধ্যমে এর প্রাকৃতিক রং ধ্বংস করা। এখানে উল্লেখ্য যে, যে কাপড়ের স্কাওয়ারিং যত ভাল হবে কাপড়ে তত রং ভাল ধরবে, বিশেষ করে ল্যাবরেটরিতে ল্যাব-ডিপ করতে হলে কাপড়কে অবশ্যই ভাল স্কাওয়ারিং হতে হবে। স্কাওয়ারিং ভাল হয়েছে কিনা তা বোঝার জন্যে কাপড়ের একটা টুকরো করে পানির ভেতর ছেড়ে দিলে যদি খুব দ্রূত নিমজ্জিত হয় যায় তাহলে, এবং কাপড়ের উপর ধীরে ধীরে দু-এক ফোঁটা পানি দিলে যদি পানি তাড়াতাড়ি শোষন হয় তাহলে বুঝতে হবে কাপড়ের স্কাওয়ারিং ভাল হয়েছে।
কিছু কথা
টেক্সটাইল ডাইং ল্যাবরেটরিতে কাজ করতে যা জানতে হবে
সর্বপ্রথম আামাদের কাপড়কে (নীটেড/ওভেন) রং করার জন্যে কাপড়ের উপযোগী অবস্থা দরকার। এই জন্যে কাপড়কে ডাইং করার পূর্বে স্কাওয়ারিং এবং ব্লিচিং করে নিতে হয়। স্কাওয়ারিং হচ্ছে কাপড়কে ডাইং করার উপযোগী করার জন্য উইভিং অথবা নিটিং হতে প্রাপ্ত কাপড়কে বিভিন্ন ক্যামিক্যালের সাহায্যে এর প্রাকৃতিক অপদ্রব্য দুর করা ব্লিচিং এর মাধ্যমে এর প্রাকৃতিক রং ধ্বংস করা। এখানে উল্লেখ্য যে, যে কাপড়ের স্কাওয়ারিং যত ভাল হবে কাপড়ে তত রং ভাল ধরবে, বিশেষ করে ল্যাবরেটরিতে ল্যাব-ডিপ করতে হলে কাপড়কে অবশ্যই ভাল স্কাওয়ারিং হতে হবে। স্কাওয়ারিং ভাল হয়েছে কিনা তা বোঝার জন্যে কাপড়ের একটা টুকরো করে পানির ভেতর ছেড়ে দিলে যদি খুব দ্রূত নিমজ্জিত হয় যায় তাহলে, এবং কাপড়ের উপর ধীরে ধীরে দু-এক ফোঁটা পানি দিলে যদি পানি তাড়াতাড়ি শোষন হয় তাহলে বুঝতে হবে কাপড়ের স্কাওয়ারিং ভাল হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment