^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

১০ মিনিটেই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ও,এস চালিত সেট


প্রয়োজনীয় ফাইল ডাউনলোডঃ

প্রথমে নিচের ফাইলগুলি ডাউনলোড করে নিন-

হ্যাকিং-

১।
 আপনার ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে "Mass Storage" মুডে কম্পিউটারে কানেক্ট করুন। যাদের ডেটা ক্যাবল নেই তারা মেমোরী কার্ডটি খুলে কার্ড রিডারের সাহায্যেও এটি করতে পারেন।
২।
এরপর "Quarantine" ফাইলটি ডাউনলোডের পর রাইট বাটন করে Extract করুন। এবং Extract কৃত "Private" ফোল্ডারটি আপনার মেমোরী কার্ডে কপি করুন।
৩।
 ডাউনলোডকৃত "DR. Web Antivirus 6.00 Signed" এবং "RomPatcherPlus_3.1_LiteVersion" ফাইল দুইটিও আপনার মেমোরীকার্ডে কপি করে নিন।
৪।
 আপনার ফোনটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন।
৫।
এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজারের সাহায্যে "DR. Web Antivirus 6.00 Signed" ফাইলটি আপনার মেমোরী কার্ডে ইন্সটল করুন।
৬।
 ইন্সটল শেষে "Dr. Web" এপ্লিকেশনটি চালু করুন। "No Valid Key File Found" নামের একটি ম্যাসেজ দিবে Cancel করুন এবং Optionsথেকে Quarantine এ ক্লিক করুন।

৭। এখন Options এ গিয়ে Select All এ ক্লিক করুন। এরপর পূণরায় Options এ গিয়ে Restore এ ক্লিক করুন।

৮। Exit করে বের হয়ে আসুন এবং "Dr. Web" এপ্লিকেশনটি আপনার ফোন থেকে আনইন্সটল করে দিন।
৯।
এরপর "RomPatcherPlus_3.1_LiteVersion" ফাইলটি আপনার মেমোরী কার্ডে ইন্সটল করুন। ইন্সটল শেষে ROMPatcher+ এপ্লিকেশনটি চালু করুন। এবং Options > All Patches থেকে Apply তে করুন। অথবা Install Server RP+ এবং Open4all RP+ প্যাচদুটিতে ট্যাপ দিয়ে টিক চিহ্ন দিয়ে দিন।

১০।
এরপর Options এ গিয়ে Patch দুটিকে Add to Auto তে দিয়ে দিন। (যাতে ফোন অন অফ করলেও পূণরায় Patch গুলিতে টিক দিতে না হয়)

ব্যাস এখন আপনার ফোনটি সফলভাবে হ্যাক হয়ে গিয়েছে। :D এখন আপনি আপনার ফোনে ইচ্ছামত যেকোন সাইন/আনসাইন/ক্রাক/রিপ্যাক সকল প্রকার এপ্লিকেশন ইন্সটল করতে পারবেন।

3 comments:

  1. Vai amar Nokia 6120c mobile ta ki ai poddhotite hack kora jabe?

    ReplyDelete
  2. vai amar nokia 5233 te "RomPatcherPlus_3.1_LiteVersion" soft ta install hosse na.Ami akhon kivabe amr set ta hack korbo plz janaben

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete