আপনারা যারা অনলাইনে প্রথম আলো পত্রিকা পড়েন তারা হয়তো জানেন যে প্রথম আলো তাদের ওয়েবসাইটে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন প্রকাশ করে না (ফি ছাড়া)। কিন্তু দেখা গেল কোন এক বিজ্ঞাপন দেখা আপনার প্রয়োজন। সে ক্ষেত্রে কি করবেন?
সে ক্ষেত্রে ছোট্ট একটি কৌশল প্রয়োগ করে আপনি প্রয়োজনীয় বিজ্ঞাপন চিত্রটি দেখতে পারেন..
নিচের address টি আপনার ব্রাউজারে কপি পেস্ট করুন..
http://www.eprothomalo.com/contents/YYYY/YYYY_MM_DD/bigPages/YYYY_MM_DD_P.jpg
এখন আপনার প্রয়োজনীয় বিজ্ঞাপনটি কত তারিখের পত্রিকায় কত নম্বর পাতায় আছে তা বসিয়ে দিন নিম্নরূপে-
YYYY= সাল
MM= মাসের ক্রম সংখ্যা
DD= তারিখ
P= পেজ নাম্বার
ধবুন আপনি ১০/১২/২০১১ তারিখের ৩ নম্বর পাতা দেখতে চান। তাহলে আপনার address টি হবে-
http://www.eprothomalo.com/contents/2011/2011_12_10/bigPages/2011_12_10_3.jpg
এই ঠিকানায় প্রবেশ করলে আপনার কাঙ্খিত পেজের একটি ছবি (image) পেয়ে যাবেন।
No comments:
Post a Comment