ছবিটি ভালোমতো লক্ষ্য করুন।
কি মনে হচ্ছে রাস্তার মাঝখানে গর্ত হয়ে গেছে?
না এটি কোন গর্ত নয় রাস্তার মাঝে করা 3D রোড আর্ট।
•► প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বজ্রপাত পৃথিবীতে হয়ে থাকে ।
•► বজ্রপাতে প্রতি বছর প্রায় ১০০০ লোক মারা যায় ।
•► আকার অনুযায়ী গুবরে পোকা (বিটল) হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা, একটা রাইনোসোরাস গুবরে তার নিজের ্ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী বইতে পারে ।
•► ১৯৭৯ সালে জাপানের সনি প্রথম ওয়াকম্যান বাজারে ছাড়ে ।
•► লাল ও সবুজ গ্যাসের ট্রাফিক সিগন্যাল বাতি প্রথম শুরু হয় লন্ডনে ১৮৬৮ সালে । কিন্তু দুঃখজনকভাবে সেগুলো বিস্ফোরিত হয় এবং একজন পুলিশ নিহত হয়
•► ডিএনএ প্রথম আবিস্কৃত হয় ১৮৬৯ এ সুইস ফ্রেডরিক মিস্কলার এর মাধ্যমে ।
•► থার্মোমিটার ১৬০৭ সালে গ্যালিলিওর দ্বারা আবিস্কৃত হয় ।
•► ইলেকট্রিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে ।
•► ১৯৬২ সালে প্রথম টেলিফোন এবং টিভি সিগন্যাল রিলেতে সক্ষম যোগাযোগ উপগ্রহ টেলস্টার উৎক্ষেপন করা হয় ।
•► মিশরের আসওয়ান সবচেয়ে শুস্ক এলাকা, বছরে মাত্র .০২ ইঞ্চি বৃষ্টি হয় ।
•► মাধ্যাকর্ষন শক্তি থেকে বের হতে একটি রকেটকে সেকেন্ডে ৭ মাইল গতিতে চলতে হয় ।
•► বাশের কিছু প্রজাতি দিনে ৩ ফুট পর্যন্তবাড়ে ।
•►চিকিৎসাতে – ব্রুস এ বাটলার (যুক্তরাষ্ট্র), জুলস এ হফম্যান (ফ্রান্স), রালফ এন স্টেইনম্যান (কানাডা)।
•►পদার্থবিদ্যায় – সল পার্লমুটার (যুক্তরাষ্ট্র), ব্রায়ান পি স্মিদ (যুক্তরাষ্ট্র), অ্যাডাম জি রিয়েস (যুক্তরাষ্ট্র)।
•►রসায়নে – ড্যানিয়েল শেচম্যান (ইসরাইল)।
•►সাহিত্যে – টমাস ট্রান্সটোমার (সুইডেন)।
•►শান্তিতে – ইলেন জনসন সারলিফ (লাইবেরিয়া), লেমাহ বোয়ি (লাইবেরিয়া), তাওয়াক্কুল কারমান (ইয়েমেন)।
•►অর্থনীতিতে – থমাস জে সার্জেন্ট (যুক্তরাষ্ট্র), ক্রিস্টোফার এ সিমস (যুক্তরাষ্ট্র)।
► আমাজনে রয়েছে ১২০ ফুট উঁচু গাছ, ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ, ২.৫ মিলিয়ন প্রজাতির কীট-পতঙ্গ, ১,২৯৪ প্রজাতির পাখি, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ৪২৮ প্রজাতির উভচর এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রানি সহ হাজারো প্রজাতির অজানা জীব-অনুজীব।।
► পৃথিবীর সকল পাখির এক পঞ্চমাংশ পাখি এই বনের অধিবাসী।।
► এখানে পাওয়া যায় গোলাপি ডলফিন (একমাত্র ডলফিন প্রজাতি যা স্বাদু পানিতে বাস করে)।।
► আমাজনে এতসব বড়র মধ্যেও একটি ব্যাতিক্রম হলো পিগমি মারমোসেট।। এরা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বানর।। এদের দৈর্ঘ্য গড়ে ৬ ইঞ্চির মতন এবং ওজন হয় ১২০-১৪০ গ্রামের মত।। এর আরো কিছু ডাকনাম আছে।। যেমনঃ পকেট মানকি, লিটল লায়ন।।
► পয়সন অ্যারো নামক এক প্রকার ক্ষুদ্র আকৃতির এক ব্যাঙ পাওয়া যায় এখানে।। কিন্তু এর বিষ এতটাই তীব্র যে এটি এক মুহূর্তে প্রায় ১০০ জন মানুষকে মেরে ফেলতে পারে।। মানুষদের এ যাবতকালের জানামতে এই ব্যাঙের বিষই সবচেয়ে তীব্র।।
► বিশ্বের শতকরা ২৫ ভাগ ফার্মাসিটিক্যাল ঔষধের গাছ আসে এই আমাজন অরন্য থেকে।।
► এই বনে যত গাছ বিজ্ঞানিরা ঔষধের জন্য পরীক্ষা করেছেন তার পরিমান মোট পরিমানের মাত্র ১%, বাকী ৯৯% গাছই এখনো পরীক্ষা করা সম্ভব হয়নি।। কে জানে, সেই বাকি ৯৯% গাছে হয়তো রয়ে গেছে বিভিন্ন নতুন কোনো রুগের চিকিৎসা।।
► সারা পৃথিবির লোকজন যেখানে মাত্র ২০০ জাতের ফল ভোগ করে সেখানে আমাজনের বাসিন্দারা ২০০০ জাতের বিভিন্ন ফল উপভোগ করেন।।
► পৃথিবীতে যত ধরনের গাছপালা আছে তার মধ্যে ১/৩ (এক তৃতীয়াংশ) পাওয়া যায় এই আমাজন বনে।।
► আমাজনকে “পৃথিবীর ফুসফুস” বলা হয়।। কেনো বলা হয় জানেন?? কারন, এটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের ২০% একাই সরবরাহ করে।।
► আমাজনের বর্তমান আয়তন হলো ২.৬ মিলিয়ন বর্গ কিলোমিটার।। পূর্বে কত ছিল জানতে চান?? ৬ মিলিয়ন বর্গ কিলোমিটার।। বন ধ্বংস এবং বাসস্থানের জন্য বন কাটায় আজ এর আয়তন এতো কমেছে।।
No comments:
Post a Comment