^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

জ্ঞানের শেষ নেই - ১

•► পৃথিবীতে মাত্র ১৪টি দেশে বাঘ পাওয়া যায়।বাংলাদেশ এর মধ্যে একটি ।
•► জিনগত সমস্যার জন্য সাদা ও সোনালি বাঘ সৃষ্টি হয় ।
•► শ্রীলংকা হচ্ছে একমাত্র অমুসলিম দেশ যেখানে টেলিভিশনে এবং রেডিওতে ৫ ওয়াক্ত আযান                              সম্প্রচার করা হয়ে থাকে!! (সুবহানাল্লাহ)
•► উটের দুধ দিয়ে দই হয় না!! 
•►একটা হাতি দিনে ২৩ ঘণ্টাই খাওয়া দাওয়া করে কাটাতে পারে!!
•►জলহস্তী পানির নিচে একটানা ৩০ মিনিট পর্যন্ত কাটিয়ে দিতে পারে!! এরপর শ্বাস নেয়ার জন্য এর পানির উপরিভাগে আসতে হয়!!
•► নভোচারীরা(যারা মহাকাশ পরিভ্রমন করেন) মহাকাশ ভ্রমন করার সময় উচ্চতায়(লম্বায়) কিছুটা বৃদ্ধি পান!! 
•► টুথপেস্টের জীবাণু-প্রতিরোধক ‘স্ট্যানাস ফ্লুরাইড’ রিসাইকেল করা টিন থেকে সংগ্রহ করা হয়।




সেতুটি জাপানের South Dock এ Huangpu নদীর উপরে অবস্হিত। ১৯৯১ সালে সেতুটির নির্মান সম্পন্ন হয়। সেতুটির দৈর্ঘ্য ৮৪৬ মিটার। চারিদিক থেকে বেশ কয়েকটি রাস্তা এসে সেতুটির প্রবেশ মুখে মিলিত হয়েছে। এই সেতুটিকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে সুন্দর সেতু হিসেবে ধারনা করা হয়।


► চিনি দিয়ে কফি পানে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে

সাধারণত সতেজতা ফিরিয়ে আনতেই কফি পান করা হয়। আবার অনেকে শুধু স্বাদের জন্যও কফি পান করেন। তবে যে প্রয়োজনেই কফি পান করেন না কেন, তাতে দুধ-চিনি যে সব সময় থাকে তা কিন্তু নয়। যদিও অধিকাংশ মানুষ চিনি দিয়েই কফি পান করেন, চিনির প্রতি খারাপ ধারণা আছে এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়।
তাহলে কোনটা বেশি উপকারী? সম্প্রতি স্পেনের বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ বিষয়ে তাদের আবিষ্কার প্রকাশ করেছেন।
বিজ্ঞানীরা গবেষণায় পেয়েছেন ক্যাফেইন এবং চিনি পৃথক খাওয়ার চেয়ে একসঙ্গে খেলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে। তারা মনে করেন, ক্যাফেইন ও চিনি কাজে মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়ায়।
চল্লিশজন স্বেচ্ছাসেবক এ গবেষণা প্রক্রিয়ায় অংশ নেন। তাদের চিনিসহ কফি ও চিনি ছাড়া কফি, শুধু চিনি, শুধু কফি এবং পানির সঙ্গে চিনি খাওয়ার পর তাদের মস্তিষ্ক স্ক্যান করে গবেষকরা এ তথ্য দেন।
এ গবেষণার সমন্বয়ক হোসেপ সেররা গ্রাবুলোসা বলেন, এ দুটি উপাদান একত্রে মস্তিষ্কে এমনভাবে কাজ করে, যার ফলে একজন মানুষের মনোযোগের স্থায়িত্ব এবং স্মৃতিশক্তি বাড়ে। আর এ কথা সবাই জানেন, ক্যাফেইন কাজের উদ্দীপনা বাড়ায়। এ উপাদান দুটি ঝিমুনি ভাব অথবা অবসাদের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে পারে।
তাদের আগের গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি প্রতিদিন তিন কাপ করে কফি পান করলে অ্যালজেইমার জাতীয় রোগের ঝুঁকি কমে। এটি মস্তিষ্কের অন্যান্য রোগের আক্রমণও প্রতিহত করে।





►মাউন্ট রোরাইমা সমতল শীর্ষবিশিষ্ট পর্বতমালা যার স্থানীয় নাম টিপুই। খুবই দুর্গম আর মেঘে আবৃত-ভেজা রহস্যময় টিপুই, এমনকি শুষ্ক মৌসুমেও মেঘে ঢাকা থাকে। এই পর্বতমালার প্রথম আলোচনায় আসে ১৫৯৬ সালে। ৩১ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান আর চারদিকে ৪০০ মিটার লম্বা ক্লীফ দ্বারা বেষ্টিত এই পর্বতমালার অবস্থান তিন দেশের সীমান্তে-ভেনুজুয়েলা, ব্রাজিল আর গায়ানা। কিন্তু একমাত্র ভেনুজুয়েলা সীমান্ত দিয়েই এই দুর্গম পর্বতে প্রবেশ করা যায়।
এই অপূর্ব সুন্দর পর্বতটি বছরের বেশির ভাগ সময় মেঘে ঢাকা থাকে, যেন এক স্বর্গ রাজ্য !!! 



►বিশ্বের সবচেয়ে বৃহত্তম হাঙর অভয়ারণ্য কোথায় অবস্থিত?
- প্রশান্ত মহাসাগরে মার্শাল দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকা।
•►UNFPA বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছার দিন পালন করে কবে?
- ৩১ অক্টোবর ২০১১।
•►চীনের প্রথম মহাশূণ্য ল্যাব মডিউল এর নাম কি?
- তিয়ান জং-১।
•►দেশের পাঁচটি জেলাকে প্রথমবারের মতো ফাইলেরিয়ামুক্ত হিসেবে ঘোষণা করা হয় কবে?
- ২৫ অক্টোবর ২০১১।
•►ফাইলেরিয়ামুক্ত পাঁচটি জেলার নাম কি কি?
- মেহেরপুর, রাজশাহী, দিনাজপুর, পটুয়াখালী ও বরগুনা।
•►স্টিব জবস মারা যান কবে?
- ৫ অক্টোবর ২০১১।
•►লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিহত হন কবে?
- ২০ অক্টোবর ২০১১।



•►হলুদ পোশাক পড়লে আপনাকে ছবিতে বড় দেখায় অন্য দিকে সবুজ কাপড় পড়লে ছোট দেখায়
•►কুমির এর যতবার দাত পড়ে ততবার দাত উঠে
•►বোলতা কামড়ালে পিয়াজের রস দিতে হয়
•►ব্রাজিল এর মনুমেন্টাল এক্সিস (Monumental Axis) পৃথিবীর সবচে প্রশস্ত রাস্তা ১৬০ টি গাড়ি এক সাথে এর উপর দিয়ে চলতে পারে
•►পেরু এর সেন্ট্রাল রেলওয়ে পৃথিবীর সবচে উচু রেলওয়ে গালেরা টানেল এ এটি ১৫,৬৯৪ ফুট উপরে ওঠে
•►পৃথিবীর সবচে বেশি কথিত ভাষা কোনটি?? ইংরেজি??? না, তাহলে?? ম্যান্ডারিন বিশ্বের ১.০৭ বিলিয়ন লোক এ ভাষাতে কোথা বলে!! আর দ্বিতীয় অবস্থানে ইংরেজি এই ভাষাতে কোথা বলা লোক এর সংখ্যা ৫১৪ মিলিয়ন
•►জন্মের সময় সবাই বর্ণান্ধ থাকে
•►সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৪৯২ সেকেন্ড সময় লাগে



•►আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা এতই বিষাক্ত যে এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে।
•►বিশ্বের সবচাইতে ধনী ৩ জন লোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকার চাইতেও বেশি।
•►কিং কোবরা সাপের মাত্র ১ গ্রাম বিষ, ১৫০ জন মানুষ মেরে ফেলার জন্যে যথেষ্ট।
•►সবচেয়ে ক্ষনস্থায়ী যুদ্ধ হল ইংল্যান্ড আর জান্জিবারের মাঝে ১৮৯৬সালে সংঘটিত যুদ্ধ যার আয়ুস্কাল মাত্র ৩৮মিনিট।
•►রেইন ফরেষ্ট এত্তো বেশি ঘন যে, মাটিতে ১% সূর্যের আলো পতিত হয়।
•►বিপদে পড়লে এসওএস(SOS)(আপদকালীন) সিগন্যাল পাঠানোর নিয়ম আছে। এসওএস ব্যবহারকারী প্রথম জাহাজ হচ্ছে টাইটানিক।
•►পোকাখেকো বাজপাখির দৃষ্টিশক্তি খুবই প্রখর। আধামাইল দূর থেকেও একটা ফড়িংকে ঠিক ঠিক শনাক্ত করতে পারে।
•►চোখের একটা পলক ফেলতে সময় লাগে শূন্য দশমিক চার সেকেন্ড।
•►‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী।
•►একজন মানুষের শিরচ্ছেদ হওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত মস্তিষ্কের চেতনা থাকে।



•►সাম্প্রতিক তথ্যঃ
•►সাঙ্গু গ্যাসক্ষেত্র সমুদ্রবক্ষের কত নম্বর ব্লকে অবস্থিত?
- ১৬ নং।
•►১৮ সেপ্টেম্বর ২০১১ বাংলাদেশের কোন ব্যক্তি 'বিদ্যুৎ নিয়ন্ত্রন যন্ত্র' তৈরি করেন?
- শহীদুল (বরগুনা)
•►বাংলাদেশে সর্বপ্রথম অনলাইনে দরপত্র আহ্বান চালু হয় কবে?
- ৩ অক্টোবর ২০১১।
•►দ্বাদশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে অনুষ্ঠিত হবে?
- ১২-২০ জানুয়ারি ২০১২।
•►সবার জন্য সেনিটেশন বছর কোন সাল?
- ২০১৩
•►ঢাকা মহানগর পুলিশ ডিএমপি প্রস্তাবিত নতুন থানার সংখ্যা কয়টি?
- ৭টি, বর্তমান সংখ্যা ৪১টি।

•►সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ।
•►১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, বাকিটুকু ভারতের।।
•►মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাঁড়ি, বিল মিলিয়ে জলের এলাকা।।
•►১৯৪৭ সালে ভারত ভাগের সময় সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়ে। যা বাংলাদেশের আয়তনের প্রায় ৪.২% এবং সমগ্র বনভূমির প্রায় ৪৪%।
•►সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানি মিলন স্থান।। গঙ্গা থেকে আসা নদীর মিঠা পানির, বঙ্গপোসাগরের নোনা পানি হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হলো এই এলাকাটি (যেখানে এরকম ঘটে সেটাকে মোহনা বলা হয়।। সে এক নয়নাভিরাম দৃশ্য!! তাকিয়ে থাকতে মন চায় সারাক্ষণ।।)
•►সুন্দরবনের জনসংখ্যা ৪ মিলিয়নের বেশি কিন্তু এর বেশির ভাগই স্থায়ী জনসংখ্যা নয়।। টুরিস্ট অথবা জীবিকার কাজে বনে যাওয়া মানুষজন।।
•►সুন্দরবন আমাদের দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস।।
•►সুন্দরবনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ২টি বনবিভাগ, ৪টি প্রশাসনিক রেঞ্জ - চাঁদপাই, শরণখোলা, খুলনা ও বুড়িগোয়ালিনি এবং ১৬টি বন স্টেশন। বনটি আবার ৫৫ কম্পার্টমেন্ট এবং ৯টি ব্লকে বিভক্ত।
•►অষ্টাদশ শতাব্দীর শুরুতে সুন্দরবনের আয়তন বর্তমানের প্রায় দ্বিগুণ ছিল। বনের উপর মানুষের অধিক চাপ ক্রমান্বয়ে এর আয়তন সংকুচিত করেছে।
•►সুন্দরবনের নদীনালা, খালবিলে, রয়েছে প্রায় ১২০ প্রজাতির মাছ।। এখানে প্রায় ২৬০ প্রজাতির ভিন্ন ভিন্ন পাখি দেখতে পাওয়া যায়।।
•►পৃথিবীর অন্যান্য সব বাঘের চেয়ে রয়েল বেঙ্গল টাইগার একটি কারনে আলাদা!! তা কি জানেন?? অন্যান্য যে কোনো বাঘের চেয়ে রয়েল বেঙ্গল টাইগারই সবচেয়ে বেশি মানুষ মারে!!
•►সুন্দরবনে বর্তমানে (২০১০ এর জরিপ) ১৩ ধরনের পদ্ধতিতে মাছ ধরা হয়।।


No comments:

Post a Comment