^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

জেনেনিন কিভাবে ফায়ারফক্সে Ctrl + Enter এর মান পরিবর্তন করতে হয়


বিসমিল্লাহির রাহমানির রাহিম


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন।

আজ ফায়ারফক্সের একটা টিপস শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে আসবে।

 

ফায়ারফক্সে শর্টকাট হিসাবে Ctrl + Enter বেশ ব্যবহৃত হয়। সাধারণত এড্রেসবারে কোন শব্দ লিখে Ctrl + Enter চাপলে উক্ত শব্দের শুরুতে http://www. এবং শেষে .com চলে আসে। তাই পুরা ঠিকানা লিখার দরকার হয়না।
তাই ফায়ারফক্সে প্রবেশের ক্ষেত্রে এটি দারুন কাজে দেয়।

কিন্তু আমার কথা হইল তারা যা সেট করে দিয়েছে তাই ব্যাবহার করতে হবে কেন ??

নিজের পছন্দ মত ব্যাবহার করব,
যেমনঃ .net, .blogspot, .info এই রকম অনেক।

যদি এমন কারো পরিবর্তন করতে হয় তাহলে নিয়মটি শিখে রাখুন, কাজে আসতে পারে।


১. মজিলা ফায়ারফক্সে এড্রেসবারে about:Config লিখে এন্টার করুন।
২. এবার I’ll be careful, I promise! বাটনে ক্লিক করুন।
৩. সার্চ অপশন থেকে browser.fixup লিখে সার্চ করুন।
৪. দেখুন এই browser.fixup.alternate.suffix নামে একটা অপশন আসবে
৫. এবার 
browser.fixup.alternate.suffix দুইবার ক্লিক করে যে ডোমেইন বক্স আসবে সেখানে আপনার পছন্দ মত ডমেইন লিখুন।
৬. কাজ শেষে "OK" press করুন।

তাহলে খুব সহজে টিপসটি জেনে নিলেন।
ভাল লাগলে জানাবেন, এই রকম টিপস আরও দিব।

আজ এখানেই

খোদা হাফেজ

1 comment: