^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

মজিলার নাম করা কিছু এড-অন (কানেকশনে না রাখলে মিছ করবেন)


বিসমিল্লাহির রাহমানির রাহিম


আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভাল আছেন।

মজিলার আমার প্রিয় ব্রাওযার, আমি জানি আপনারাও কম বেশী সবাই আমরা মত মজিলার ব্যাবহার করেন।


যেহেতু এটি আমার প্রিয় ব্রাওজার তাই এই ব্রজারের ভাল কোন এড-অন চোখে পরলে ড্রাফ্‌টে সেভ করে রাখি। অনেক দিন থেকে ভাবছি ড্রাফ্‌ট থেকে এইগুলো আপনাদের দিব কিন্তু লিখার অভাবে দিতে পারছিলাম না।
তবে আজ সময় করে লিখে ফেললাম। আশা করি আপবাদের ভাল+কাজে আসবে।

কথা না বাড়িয়ে যা দিতে আসেছি তা আগে দেই, এর পর আলাপ করা যাবে।

এই এড-অন গুলো কি কি কাজ রবে তা বর্ণনা করে দিলাম তাই কাজ দেখে ইন্সটল করে নিবেন।


এড-অন গুলোর নাম এবং কাজঃ

ScoreWatch

এটা দিয়ে ক্রিকেটের লাইভ স্কোর আপডেট জানা যায়।

SearchPreview

এটি খুব প্রয়োজনীয় সার্চের জন্য। আপনি গুগলে সার্চের সময় সাইটগুলোর প্রিভিউ দেখে নিতে পারবেন।

TimeTracker

এটা দিয়ে জানতে পারবেন আপনি কতক্ষন ব্রাউজিং করেছেন মজিলা দিয়ে।
এছাড়াও আরো কত কি!

ওয়েব সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করার জন্য এই অসাধারন এড-অন। যা আপনার ব্রাউজিং স্পিড বাড়াবে।

AniWeather

এনিমেটেড লাইভ আবহাওয়া আপডেট। যা কিনা রোদ বৃষ্টির সত্যি আপডেট দিবে!

AutoCopy

ওয়েব পেজের যে কোন লিখা মাউস দিয়ে সিলেক্ট করে দিন। ব্যস অটো তা কপি হয়ে যাবে। কষ্ট করে copy তে ক্লিক করতে হবে না।

AutoPager

এটা যে কোন সাইট অটো লোড হবে অর্থাৎ যে কোন সাইটের Next বাটন ক্লিক না করেও পরের পেজ গুলা শো করবে।

FastestFox

যা আপনার ব্রাউজিং গতি বাড়াবে।

Flashblock

অনেক সাইটেই অপ্রয়োজনীয় ফ্ল্যাশ এনিমেশন থাকে যা স্পিড অনেক কমিয়ে দেয়। এটা তা ব্লক করে দিবে। তবে আপনার প্রয়োজনীয় ফ্ল্যাশ ক্লিক করে দেখতে পারবেন।

FlashGot

আমাদের প্রিয় একটি ডাউনলোড ম্যানেজার হলো IDM। অনেক ক্ষেত্রে অনেক সাইট থেকে IDM থেকে ডাউনলোড না হয়ে মজিলা থেকে ডাউনলোড শুরু হয়। ঐসব সাইট থেকে IDM দিয়ে ডাউনলোড করতে এ আড-অন।


ভাল লাগলে কমেন্ট যেন পাই, হা হা মজা করলাম।

সবার জন্য দোয়া করি ভাল এবং সুস্থ থাকুন।

খোদা হাফেজ

No comments:

Post a Comment