টেক্সটাইল টেকনোলজির ছেলেদের কাছে Tg ও Tm খুবই গুরুত্বপুর্ন, বিশেষত ডাইং এর ছাত্রদের জন্য…
Glass Transition Temperature:
প্রত্যেক ফাইবারের মধ্যে ২ টি অংশ থাকে যথা- Crystalline & Amorphous region .
Glass Transition Temperature এ এই Amorphous region স্বচ্ছ ও ভংগুর হয়।
গ্লাস ট্রান্সিশন তাপমাত্রা খুব সরু রেঞ্জের মধ্যে থাকে, এই তাপমাত্রার নীচে ফাইবারের Amorphous region গ্লাসি হয়( শক্ত ও ভংগুর) এবং এই তাপমাত্রার উপরে Amorphous region খুব নরম ও রবারের মত হয়।
এই তাপমাত্রার উপরে পলিমার Plasticity gain করে অর্থাত তাদের আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না।
Melting Temperature: যে তাপমাত্রায় ফাইবারের Crystallineঅংশ গলে যায় তাকে Melting Temperature বলে।
যেহেতু সব ফাইবারের মধ্যেই Crystalline & Amorphous region থাকে তাই সকল ফাইবারের Tg ও Tm থাকবে।
No comments:
Post a Comment