যারা নদী পথে যাতায়াত করে তাদের জন্য বলছি, বাংলাদেশে নদী পথে প্রায় দুর্ঘটনা ঘটে। প্রতেক বাড়েই ঈদ সময়ে দেখা যায় লঞ্চ ডুবির ঘটনা। তাই আমার সামান্য কথা।
>প্রান বাঁচাতে পারে সামান্য দুটি প্লাস্টিকের বোতল।
>যে বোতল গুলি আপনি পান করেন সেই বোতলই পারবে আপনাকে
বাঁচাতে।
আর এর জন্য যখন আপনি এ রকম পরিস্থতিতে পরবেন তখন আপনাকে যা করতে হবে, আপনার হাতের বোতল দুটির পানি ফেলে দিয়ে তার কর্ক টা ভাল করে লাগিয়ে নিন। এবার তা আপনার শরীলের সাথে ভাল করে বাধিয়ে নিন। এর ফলে আপনাকে পানিতে ভাসতে সাহায্য করবে।
আর একটি কথা কখন পানির স্রোত এর বিপরীত দিকে সাঁতরাবেন না পানির স্রোত যে দিকে সেই দিকেই সাঁতরাবেন। এবং এক কোণা করে সাঁতরাবেন।
No comments:
Post a Comment