ফেসবুক কি সব খোঁচা মারার সিস্টেম চালু করেছে, দেখলেই হাসি পায় কিন্তু কিছু করার নাই
৪.install হইলে conformation Message দিবে You Have successfully installed
খোঁচা দিলে খোঁচা খাইতে হবে :P
হাঁ আজ দেখব কিভাবে খোঁচা AUTOMATIC ডেওয়া যায়।
একটু ক্লিয়ার করে বলিঃ
আপনাকে কেও poke মেরেছে এখন ঐ পোকের পাল্টা জবাব দিতে হবে পোক দিয়েই আর এই কাজ করবে আপনার ব্রাউজার।
আপনাকে কেও poke মেরেছে এখন ঐ পোকের পাল্টা জবাব দিতে হবে পোক দিয়েই আর এই কাজ করবে আপনার ব্রাউজার।
১.প্রথমে Google Chrome ওপেন করুন
২. এবার এইখানে ক্লিক করুন
৩. নতুন পেজে install ক্লিক করুন।
৫. আপনার ব্রাউজারে নিচের আইকন দেখাবে
৬. Click করুন Facebook button এবং check mark করুন নিচের box.
এবার ফেসবুক refresh করলে দেখবেন নিচের মতো massage দেখাবে।
কাজ শেষ।
এখন Mozilla Firefox জন্যঃ
১.Mozilla ওপেন করুন এবং install Grease Monkey Add-on
৩.ইন্সটল করুন
৪.এবার Javascript অ্যাড করুন এই লিঙ্ক থেকে।
৫.ইন্সটল করুন
এইবার কেও খোঁচা দিলেই পেয়ে যাবে পাল্টা খোঁচা।
No comments:
Post a Comment