^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

আনলিমিটেড কল রেকর্ড করুন বিপ ছাড়াই


এপ্লিকেশনটির নাম Total Recall। আমার মতে এটি একটি শ্রেষ্ট কল রেকর্ডার।

সুবিধাসমূহঃ

  • রেকর্ডের সময় বিপ হয় না
  • কল এলে সয়ংক্রিয়ভাবে রেকডিং শুরু করতে পারে (ম্যানুয়ালীও করতে পারবেন)
  • আনলিমিটেড রেকর্ডিং করতে পারে (যতক্ষণ পর্যন্ত আপনার মেমেরীর জায়গা ফুরাবে না)
  • অপশন থেকে কল রেকর্ড শেসে সয়ংক্রিয়ভাবে রেকর্ডটি MMS কিংবা E-mail এ পাঠাতে পারে (ম্যানুয়ালীও পাঠাতে পারবেন)।
  • কল রেকর্ডিং ছাড়াও আপনি এপ্লিকেশনটির সাহায্যে ভয়েস রেকর্ড করতে পারবেন
  • তাড়াতাড়ি কোন কিছু রেকর্ড করার জন্য সর্টকার্ট বাটন তৈরী করতে পারবেন
  • এপ্লিকেশনটিকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন যাতে অন্যরা রেকর্ডগুলা না শুনতে পারে
  • সারাজীবন ফ্রিতে এপ্লিকেশনটি আপডেট করতে পারবেন ইত্যাদি আরও অনেক কিছু

উপযোগিতাঃ

সিমবিয়ান

  • 3rd Edition
  • 5th Edition
  • S^3 Edition
  • S^4 (Anna, Nokia Belle)

ডাউনলোডঃ

বিশেষ দ্রষ্টব্যঃ

এই কল রেকর্ডারটিতে সাধারণত বিপ হয় না। তবে তারপরও যদি কারও ফোনে রেকর্ডের সময় বিপ করে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
  • প্রথমে এখানে ক্লিক করে "Record Tone OFF" নামকটি প্যাচটি ডাউনলোড করে নিন
  • ডাউনলোড শেষে আপনার মেমোরী কার্ডে Patches নামক একটি ফোল্ডার তৈরী করুন প্যাচটি সেই ফোল্ডারে কপি করুন।
  • আপনার ফোনের এপ্রিকেশন থেকে ROMPatcher+ () এপ্লিকেশনটি চালু করুন
  • Record Tone OFF নামক Patch টি এপ্লাই করুন এবং অপশন থেকে অটোতে নিয়ে নিন।

  • এখন যেকোন কল রেকর্ডার দিয়ে রেকর্ড করলেও আর কখনো বিপ করবে না।

1 comment:

  1. nokia 2730 classic a ki ai software kaj korbe??? oita o.s platform er????

    ReplyDelete