^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

আমার যত মজার ইলেকট্রনিক্সের সার্কিট [পর্ব-০৯] :: আপনার হেড ফোনের জন্য ছোট্ট একটা অডিও এম্পলিফায়ার বানিয়ে নিন!


এটি খুব ছোট একটি সার্কিট যা তৈরী করা খুব সহজ! এই সার্কিটের মাধ্যমে আপনি হেড ফোনে সুন্দর কোয়ালিটির সাউন্ড শুনতে পারবেন! মাত্র একটি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই সার্কিটে ! এটি তিন ভোল্ট ব্যাটারীর মাধ্যমে চলে!
এটি তৈরীর জন্য আপনাকে কয়েকটি কম্পোনেন্ট সংগ্রহ করতে হবে!
  • 1. BC547 NPN ট্রানজিস্টর !
  • 2. 1uF 50v ইলেকট্রনিক্স ক্যাপাসিটর!
  • 3. 4.7uF মাইকা ক্যাপাসিটর ! তবে এটি আপনি কোন দোকানে পাবেন না! কারণ , মাইকা ক্যাপাসিটরে কোড ব্যবহার করা হয়! এই ক্যাপাসিটরের কোড 473 ! তাই দোকানীকে বলতে হবে 473 নাম্বারের pf দেন!
  • 4. 10nF ক্যাপাসিটর ! এটিও পাবেন না! এর বদলে বলতে হবে 103 নাম্বারের pf দেন!
  • 5. 820 কিলোওহম রেজিস্ট্যান্স যার কালার হল, ধূসর লাল হলুদ সোনালী !
  • 6. 22 ওহম রেজিস্ট্যান্স যার কালার হল, লাল লাল কাল সোনালী ! সবগুলো রেজিস্ট্যান্স কোয়াটার ওয়াডের হতে হবে ! নিচে কম্পোনেন্টগুলোর চিত্র দেওয়া হল দেখুন!






এবার এই চিত্রের মত করে সংযোগ দিন!

আপনার সেট থেকে যেই লাইন হেড ফোনের স্পিকারে যাওয়ার কথা ছিল সেটি সার্কিটের ইনপুটে সংযোগ দিন, আর হেড ফোনের স্পিকারের সাথে সার্কিটের আউটপুটের অর্থাত্‍ যেখানে headphone সেখানে সংযোগ দিন! তবে হেড ফোনের বদলে ছোট রেডিও এর স্পিকারের সাথেও সংযোগ দিতে পারবেন! আরো জানার জন্য নিমবাজ ফেসবুক ও ইয়াহু থেকে rubelttc দিয়ে আমাকে add দিন! সবাই ভালো থাকবেন!

No comments:

Post a Comment