^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

(A-টু-Z Apps ফর S60v3, S60v5 & S60^3)


আসলামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আমরা অনেকেই নকিয়া স্মার্টফোন ব্যবহার করে আসছি। প্রয়োজনীয় এপ্লিকেশন/ সফ্টওয়ার এর অভাবে মোবাইল-ফোনটি শুধুমাত্র কথাবলার কাজে ব্যবহার হয়ে আসছে। Internet-এ অহরহ Apps থাকলেও কোনটি দরকারী তা খুজে বের করা দুর্ভীসহ। আর প্রয়োজনীয় সফ্টওয়ারটি পেলেও তা Install এর সময় certificate, key & signe যনিত সমস্যা দেখায়।আমি যে সফ্টওয়ার গুলো সেয়ার করব তার সবগুলোই Cracked এবং signed করা, যে কারণে আপনাকে certificate and key জনিত সমস্যা গুলোর মুখোমুখি হতে হবে না। অনেকের কাছেই হয়তো সফ্টওয়ারগুলো পরিচিত মনে হতেপারে। তবুও সেয়ার করলাম নতুনদের কাজে লাগবে।আর যাদের এই Apps গুলোর ট্রায়ালভার্সন আছে তারাও নিতে পারেন,এগুলো Crackedকরা ।

মূলত সফ্টওয়ার গুলো S60v3 এবং S60v5 (Symbian3rd Edition)(Symbian5th Edition) মোবাইলফোনের জন্য। তবে S60^3 তেউ কাজ করবে দু-একটি এপ্লিকেশন ছাড়া।(NokiaC6-00 তে পরিক্ষীত)


1. (xplore): দ্বারা মোবাইল এর সকল ষ্টোরেজ সো করবে। ফোন ম্যামরী (C Drive), ম্যামরীকার্ড(E Drive)এমন সিরিয়াল ভিত্তিতে। এটি দেখতে হবুহু (MicroSoft Windows) এর My Computer Explore এর মতো। My Computer Explore দ্বারা PC তে যা করা যায়।এইটি দ্বারাও মোটামুটি সবধরণের কাজই করা যায়। যেমন: Cut, Copy, Move, Paste, File Rename, Edit, Delete, Make Dir(ফোল্ডার তৈরী), Find,text Write...Etc. এটি দ্বার Image View & Audio Playও দেয়া যায়।সকল কাজ করার জন্য আপদি সর্টকাট কী চেপে সম্পাদন করতে পারেন। xplore সর্টকাট কী সাপর্ট করে। আমার সর্বাপেক্ষা প্রীয় একটি সফ্টওয়ার। এটি Cracked এবং signed version)
এখান থেকে ডাউনলোড করুন

2. (Y-Browser): এটি xplore এর বিকল্প Explore_Software। এটিও Storage গুলোকে ড্রাইভ আকারে দেখায় এবং Cut, Copy, Move, Paste, File Rename, Edit, Delete..... সকল কাজ করা যায়।
এখান থেকে ডাউনলোড করুন

3. (LCG Jukebox): এটি একটি Audio Playe। সাধারণ প্লেয়ার গুলোতে যে সকল অপশন থাকে তার সবই এতে পাবেন।যেমন: Play,Next,Previous,Resum,Stop তবে বাড়তি সুবিধা হিসেবে পাবেন Song Details,Folder play,Edit playlist,Equalizer,Album Artist Image View/Download, Lyrics। আপনি চাইলে এতে অনলাইন রেডিও শুনতে পারেন। Jukebox রান করে Just (Call)বাটন চাপলেই রেডিও চ্যানেল লিস্ট চলে আসবে। এটিও Cracked এবং signed version।
এখান থেকে ডাউনলোড করুন

4. (TTPod): সম্পর্কে লেখার ইচ্ছে ছিল তবে S60v3 এর জন্য Symbianভার্সনটি পেলাম না। কারও কাছে থাকলে অব্শ্যই Link টি এখানে শেয়ার করবেন।
5. (Photobook): সফ্টওয়ারটির নাম শুনলেই বুঝা যায় এটি কি করবে? হ্যা এটি একটি ছবি দেখার সফ্টওয়ার। অনেকে একে মোবাইল-পিকাশা বলে অভিহীত করে। Photobook আপনার ছবি দেথার অভিজ্ঞতাকেই বদলে দেবে।Folder by Folder View, Gallary View, Favorites option,Album, Digital Zooming আপনাকে মুগ্ধ করেই ছাড়বে।এখান থেকে ডাইরেক্ট Facebook,Picasa,Flickr,Photobucket এ ছবি upload করতে পারবেন।এছাড়াও Cut, Copy, Move, Rename, Delete অপশোনতো থাকছেই।(সম্পুর্ণ Cracked এবং signed version।)
এখান থেকে ডাউনলোড করুন

6. (3d_photo_browser) নাম এর সাথে কাজের অনেকটাই মিল আছে।3Dভিউয়ার হিসেবে এটিকে গ্রহন করতে আপনার একটুও কষ্ট হবেনা।কারণ, এর পিকচার মুভম্যান্ট এবং ডিজিটাল জুমিং সিষ্টেম Nokia ফোনের ডিফল্ট গ্যালারী থেকে আপনাকে সরিয়ে চীরদিনের জন্য 3d_photo_browser-এ আটকিয়ে রাখবে।তবে Mobile এর Ram কম থাকলে এটিতে ভালো পার্ফমেন্স পাবেন না। (পুরোপুরি Cracked, signed & fullversion)
এখান থেকে ডাউনলোড করুন

7. SmartMovie: এই সফ্টওয়ার টির সাথে নকিয়া ফোন ব্যাবহারকারীরা মোটামুটি সবাই পরিচিত আর মুভি-খোররা একটু বেশী পরিচিত।আর পরিচিত না থাকলেও সমস্যা নাই।এখনই পরিচিত করেদিচ্ছি :P । এটি একটি ভিডিও প্লেয়ার।mp4,avi,3gp,mp4v,flv সহ মোটামুটি মোবাইলের সকল ফর্ম্যাট-ই সাপর্ড করে। তবে SmartMovie v4 এ Thumbnails যুক্ত করাতে ভিডিও প্লে দেয়ার আগেই তার কিছু অংশ ইমেজ আকারে সো করে।যে কারণে আপনার কাঙ্খিত ভিডিওটি সনাক্ত করতে সুবিধা হবে।তবে আর দেরী কেন?? এখনই ঝটপট ডাউনলোড দিয়ে ফেলুন। SmartMovie Cracked এবং signed version। (বিঃদ্রঃ আপনার মোবাইলটি হ্যাক করা না থাকলে কষ্ট করে Mobile এর Date টি 2009সাল বানিয়ে দিন এবং ইন্সটল শেষে বর্তমানে ফিরে আসুন) এখান থেকে ডাউনলোড করুন

8. CorePlayer: এই প্লেয়ার টি মোবাইলে ইন্সটল দিলে আপনি ভুলেই যাবেন,আপনি কম্পিউটারে নয় মোবাইলে ভিডিও প্লে করছেন।এই প্লেয়ারটি সকল ফরম্যাটের Audio,Video প্লে করতে সক্ষম। যেমন: mp4,mp3,mpg1,mpg2,vob,asf,dat,avi,wav....etc তবে DVD ভিডিও vob এবং CD ভিডিও ফরম্যাট dat কে রিনেম করে mpg করে দিতে হবে। Cracked এবং signed version। (বিঃদ্রঃ আপনার মোবাইলটি হ্যাক করা না থাকলে কষ্ট করে Mobile এর Date টি 2007 সাল বানিয়ে দিন এবং ইন্সটল শেষে বর্তমানে ফিরে আসুন)
এখান থেকে ডাউনলোড করুন

9. smartsetting: এটি Computer এর (Start)মেনুর মতো আপনার মোবাইলের Wallএ ডান/বাম পার্শে একটি মেনু আসবে।এটিতে আপনার প্রয়োজনিয় সফ্টওয়ার গুলো তালিকা আকারে রাখতে পারবেন। এর বিশেষ সুবিধা আপনার মোবাইল এর কী-লক বাটন পরিবর্তন অথবা পাসওয়ার্ড দিতে পারবেন।(১০০% Cracked এবং signed version।)
এখান থেকে ডাউনলোড করুন

10. NetQin_start_menu: এটিও (Start)মেনুর মতো মোবাইলের Wallএ বাম পার্শে একটি মেনু আসবে। কিছুটা smartsetting এর মতোই কাজ করে।তবে এর গ্রাফিক্সটা সুন্দর এবং Color পরিবর্তনের অপশন আছে। এটিতে বার্তি কিছু অপশন আছে।
এখান থেকে ডাউনলোড করুন

11. best_screensnap: এই সফ্টওয়ারটির দ্বারাই আমি স্ক্রিনসর্ট গুলো নিয়েছি।মোবাইল স্ক্রিনসর্ট এর জন্য best_screensnap এর জুরি মেলা ভার। পুরোপুরি full version. ইন্সটলের সময় certificate and key জনিত কোনপ্রকার ঝামেলা করবে না।
এখান থেকে ডাউনলোড করুন

12. Total Recall: কল রেকর্ড করার জনপ্রীয় সফ্টওয়ার। এটি ব্যবহার করে প্রীয়জনের কন্ঠ মোবাইলে ধারণ করে রাখতে পারেন। Keygenটা এক্সট্রা দেয়া আছে, Install এর সময় খেয়াল রাখবেন।
এখান থেকে ডাউনলোড করুন


13. SymbRecorder: “প্রেয়সীর কথা রেকর্ড করবো তবে সে যেন টেয়ার না পায়” তাহলে আপনার জন্য এই সফ্টওয়ারটি দরকার। কথাটি মজা করে বল্লাম।দয়াকরে অসৎ উদ্দেশ্যে এই সফ্টওয়ারটি ব্যবহার করবেন না। এটি একটি বিপ-ফ্রী কল রেকর্ডার।অর্থাৎ কথা রেকর্ডের সময় বিরক্তিকর বিপ/ধ্বনী হবে না।
এখান থেকে ডাউনলোড করুন

14. vHome: যারা “দই এর স্বাদ ঘোলে মেটাতে পছন্দ করেন” তাদের জন্য এটি অতিব জরুরী। এর দ্বারা আপনার মোবাইল এর Wallকে HTC ফোন,Classic ফোন,Googleফোন সহ বিভিন্ন ফোন এর স্ক্রিন চলে আসবে।ওয়েদারে আপনার শহর সিলেক্ট করে দিয়ে আবহাওয়ার খোজখবর পাবেন। নেট থেকে আরও নতুন নতুন ফিচার পাবেন।
এখান থেকে ডাউনলোড করুন

15. Youlu_ Contact_control & Call Record: এই সফ্টওয়ারকে All in One বলে অভিহিত করলে ভুল হবেনা। আপনার মোবাইলের Contact নাম্বারগুলো থেকে নির্দিষ্ট নাম্বার Search দেয়ার অভজ্ঞতাকে বদলে দেবে। BlackBerry র ন্যায় ম্যাসেজ অপশন,Chat অপশন,কলরেকর্ড,সুদর্শন কালার আর বিস্তারিত বল্লাম না ইন্সটল দিয়ে দেখুন প্লিজ,ভাল লাগতেই হবে।
এখান থেকে ডাউনলোড করুন

অনেকক্ষন আমার বক-বকানি শুনলেন এইবার একটু রিল্যাক্স করেন।Android ফোনের জনপ্রীয় গেম্স “angry_birds” গেম্সটি এখন আপনার মোবাইলে খেলবে।এটি java version তাই সকল ফোনেই খেলবে।তবে E-series এর গ্রাহকগন একটু বেশী মজা পাবেন কারণ আমার মোবাইলটি E-series এর :D ।


এখান থেকে ডাউনলোড করুন


এতক্ষন সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কম্পোজের হাত অনেক কাচা ভুল-বানান দিয়ে গজাখিচুরি বানিয়ে ফেলছি।প্লিজ নিজগুনে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মন্তব্য করতে অবশ্যই ভুলবেন না।

No comments:

Post a Comment