^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

জেনে নিনঃফেসবুকে ফাঁকা স্ট্যাটাস দেওয়ার দুইটা নিয়ম



আমারা যারা নিয়মিত ফেসবুক ব্যাবহার করি তারা একটা জিনিস লক্ষ্য করি
আমাদের অনেক বন্ধু ফেসবুক ফাঁকা স্ট্যাটাস দায়।
কিন্তু কিভাবে দেয় তা হয়তো আমরা অনেকে জানি এবার অনেকে জানিনা।


যারা জানেন তারা এর পরের লাইন থেকে পড়ার দরকার নাই (মজা করলাম)
যারা আমার মত আগে জানতেন না তাদের জন্য নিচের লিখা গুলো

যেভাবে ফাঁকা স্ট্যাটাস দিবেন

নিয়মঃ১
১. ফেসবুক লগইন করুন
২. এবার Update Status field ক্লিক করুন
৩. এবার একহাতে "Alt" কী প্রেস করুন এবং অন্য হাতে "0173" লিখুন।
৪. এবার পোস্ট করুন এবং দেখুন ফাঁকা স্ট্যাটাস হয়েছে কিনা।



নিয়মঃ২
১. ফেসবুক লগইন করুন
২. এবার Update Status field ক্লিক করুন
৩. এবার সরাসরি "@[0:0: ]" লিখুন।৪. এবার পোস্ট করুন এবং দেখুন ফাঁকা স্ট্যাটাস হয়েছে কিনা।




আর কি বলব, যা বলতে এসেছিলাম তা বলা শেষ,
এখন বিদায়ের পালা।
বড় পোস্ট লিখার সময় পাচ্ছি না, দোয়া করবেন যেন,
আপনাদের জন্য আগের মত রেগুলার পোস্ট করতে পারি।
সময় পেলে আমার ব্লগ এবং  

চলুন একধাপ এগিয়ে যাই

  পেজ ভিজিট করতে পারেন।

খোদা হাফেজ

No comments:

Post a Comment