^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

আপনার ফেসবুক ফ্রেন্ডদের লক করে নিন সারাজীবনের জন্য


FACEBOOK
ফেসবুক এখন এমন হয়ে গেছে যা প্রতিদিন একবার অন না করলে থাকা একেবারে মুশকিল। হয়তো অনেকে পারে কিন্তু আমার পক্ষে অসম্ভব।
কিন্তু ফেসবুক নিয়ে অনেক ভয়, কখন এটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় কে জানে।
একবার আমাকে বার বার মাসেস দেখাছে, আপনার অ্যাকাউন্ট কানাডার একটা অ্যাকাউন্টের সাথে মিলে গেছে, এখন ফেসবুক সেটি পরীক্ষা করে দেখাচ্ছে, সত্যিকারের অ্যাকাউন্ট কোনটা, আমার না কানাডিয়ানের :O
অরে বাবা কি মুস্কিলে পরলাম, তবে অনেক ভাবে সেটি প্রভ করেছিলাম।


এই রকম সমস্যা যদি এবার হয় তাহলে সব থেকে বেশী যে জিনিস হারাতাম, টা হইল আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ডদের।
এমন পরিস্থিতিতে পরার আগেই সকলের উচিত নিজের সকল বন্ধুদের লিস্টটি ব্যাকআপ করে নেয়া । আর সেই সুবিধা দিতে ফেসবুকের নূতন আপ্লিকেসান ফ্রেন্ডস লকার । এখানে আপনি আপনার সকল বন্ধুদের নাম সহ তাদের প্রোফাইল লিংক সংরক্ষণ করতে পারবেন । কখনো যদি আপনার এমন প্রোফাইল কাজ না করে তাহলে আপনি নতুন প্রোফাইল বানানোর পর এই প্রোগাম থেকে আপনার সকল বন্ধুদের লিস্ট দেখতে পারবেন । এবং আপনার সকল বন্ধুর প্রোফাইল লিংক থেকে সকল বন্ধুর সাথে আবার সংযুক্ত হতে পারবেন ।
আশা করি এই অ্যাপ্লিকেশান আপনাদের সকলের অনেক উপকারে আসবে ।


এবার জেনেনিন কিভাবে এটি ব্যাবহার করবেনঃ
এটি ব্যাবহার করা খুব সোজা,
প্রথমে এখান থেকে ফ্রেন্ডস লকার আপ্পলিকেন ইন্সটল করে নিন।
এরপর অ্যাপ্লিকেশান থেকে আপনার ফ্রেন্ডদের ব্যাকআপ সেভ করে নিন।

1 comment:

  1. secure browsing is not supported leka ashe ki korbo?

    ReplyDelete