সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন।দোয়া করি, আপনি ভাল থাকেন এবং সুস্থ থাকুন এই কামনায় আজকে পোস্ট শুরু করছি।
বর্তমানে ব্লগিং যেমন জনপ্রিয় তেমনই ফেসবুকও। আমরা যারা ব্লগইং করি তারা ইচ্ছা করলে নিজের লিখা পোস্ট গুলো নিজের ফেসবুক প্রোফাইলে অটোমেটিক সয়ংক্রিয়ভাবে আপডেট করতে।এবং যারা ব্লগইং করেন না তারাও ইচ্ছা করলে আপনার প্রিয় ব্লগ/তার লিখা আপনার ফেসবুক প্রফাইলে সয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারবেন।
এটি ফেসবুকের একটা অনুদান বলতে পারেন কারণ ফেসবুক এই সুবিধা ব্লগারদের দিয়েছেন।
আর কথা না বাড়িয়ে জেনে নিন কিভাবে করতে হয়ঃ
ফেসবুক লগইন করুন
প্রোফাইলের নিচে "NOTE" আইকনে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন।
নিচের ছবির মত "Edit import settings" এখানে ক্লিক করুন।
এবার Web URL: আপনার ব্লগের লিঙ্ক দিন।
যেমনঃ আমার ব্লগ http://sazzad11.blogspot.comএবার নিচের ছবির মত ঠিক থাক কাজ করুন।চেক বক্স চেক করে Start Importing বাটনে ক্লিক করলে কিছু পোস্টের প্রিভিউ দেখাবে।
এখন নিচের Confirm Import বাটনে ক্লিক করলে সর্বশেষ পোস্ট ফেসবুকে পোস্ট হিসাবে আপপেট হবে।
সব কাজ শেষ।এবার দেখুন আমার প্রোফাইলে ব্লগের লিখা কিভাবে দেখচ্ছে
এখন যদি এটি অফ করতে চান তাহলে Notes Settings অংশে Edit Import a blog এ গিয়ে বন্ধ করে দিন।
ব্লগ টিপস আজ এখানেই শেষ করছি,
তবে চোখ রাখুন আমার পোস্ট গুলোতে জেনে জাবেন অজান অনেক কথা।আমার সকল ব্লগ টিপস গুলো দেখতে এখানে ক্লিক করুন।
off korte pari na
ReplyDelete