^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

হ্যাকিং সম্পর্কে জানুন সাথে কিছু হ্যাকিং টিপস (মেগা পোস্ট-১)


আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট শুরু করছি। আছেন কেমন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে ভাল আছেন। ভাল থাকবেন এটাই কামনা সবার জন্য।
আমি হ্যাকিং নিয়ে মেগা পোস্ট করতে চাচ্ছি।  জানিনা শেষ করতে পারব কিনা। তবে দোয়া করবেন আমি যেন আমার কাজে অটুট থাকতে পারি।

হাকিং নিয়ে কাজ করছি অনেক দিন থেকে তবে তার সবটুকু নিজে জানার জন্য।কারো ক্ষতি বা বিবস্ত করার জন্য হয়।
তাই সবাই কে অনুরোধ করব যারা আমার পোস্ট এবং টিপস পড়বেন তারা কখন নিজের প্রতিভাকে অন্নের ক্ষতির কাজে ব্যাবহার করবেন না।এতে নিজে আরও বেশী সমস্যায় পরবেন।
আমি ভয় দেখাইনি শুধু বাস্তবকে তুলে ধরেছি।
(সর্ব শক্তিমান একজন আর অন্য কেও হতে পারেনা। তিনি পারেনা এমন কোন কাজ নেই, সাময়িক সুখকে ভুলে যান)

হ্যাকিং নিয়ে কিছু কথাঃ

হ্যাকিং শব্দটি শুনতে খারাপ লাগলেও এর কাজ কিন্তু খারাপ না। হ্যাকার কারা,
যারা কম্পিউটার দুনিয়ার শুরুতে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার নিরাপত্তা বিষয়ে অতি দক্ষদের বলা হতো হ্যাকার তারা বিভিন্ন প্রোগাম,ওয়েবসাইটের বা কম্পিউটারের ফাক ফোকর বের করত এবং এগুলো বন্ধের জন্য ব্যবস্হা গ্রহণ করত । কিন্তু এর কিছুদিন পর পাল্টে যায় অবস্হা , কম্পিউটিংয়ে দক্ষ কিছু লোক তাদের জ্ঞানকে ভালো কাজে না লাগিয়ে বরং বিভিন্ন নিরাপত্তা সিস্টেমের দুবলর্তাকে কাজে লাগিয়ে ক্ষতিকার কাজে ব্যবহার করা শুরু করে আর তারপর থেকেই হ্যাকার এর সংজ্ঞা পুরোটাই বদলে গেছে এখন অধিকাংশ মানুষই হ্যাকিং বলতে অতি জ্ঞানীদের ডিজিটাল চুরি আর হ্যাকার বলতে অতি জ্ঞানী ডিজিটাল চোর ভাবে । তবে এই ধারনাতে ভুল আছে ।এই নিয়ে পরে আরও আলোচনা করব।

হ্যাকার সম্পর্কে সাধারন ধারনাঃযারা আপনার কম্পিউটারের পাসওয়ার্ড চুরি করে কিংবা আপনার একাউন্টের তথ্য চুরি করে। এটা একধরনের হ্যাকারদের কাজ। এছাড়াও আরো নানাধরনের হ্যাকার রয়েছে। 

১.অনেক কোম্পানী বেতন দিয়ে হ্যাকার রাখে। তাদের কাজ কোম্পানীর নিরাপত্তা দেখা। মুলত এন্টি-হ্যাকার হিসেবে কাজ করে কিন্তু কাজের পদ্ধতি হ্যাকারের মতই। কিছু হ্যাকার কাজ করে শুধুমাত্র আনন্দ পাওয়ার জন্যই। কোন ওয়েবসাইট বা কারো একাউন্টে ঢুকতে পেরে নিজের কৃতিত্ব নিয়ে গর্ববোধ করে।
 
২.কিছু হ্যাকারের কাজ প্রতিবাদ করা। কোন কোম্পনীর বা রাজনৈতিক প্রতিবাদের অস্ত্র হিসেবে হ্যাকিং পদ্ধতি ব্যবহার করে। এদের জন্য প্রথম শব্দ তৈরী হয়েছে হ্যাকটিভিষ্ট।
৩. কিছু হ্যাকারকে টাকা দিয়ে নিয়োগ করা হয় ব্যক্তিগত বা ব্যবসায়িক কখনো কখনো রাষ্ট্রিয় তথ্য চুরির জন্য। এরা সবাই হ্যাকার।
এককথায়, যে কোন কারনেই হোক, যারা অন্যের কম্পিউটারের তথ্য সংগ্রহ করে তারা হ্যাকার। এদেরকে দুভাগে ভাগ করা হয়। এথিকাল হ্যাকার বা নীতিবান হ্যাকার। যারা ভাল উদ্যেশ্য নিয়ে কাজ করে। হ্যাকিং তাদের চাকরী বা কখনো কখনো শখ। আর-এথিকাল বা অবৈধ হ্যাকারের কাজ হচ্ছে চুরি করা। কখনো নিজেই কখনো অন্যের পরামর্শে এবং সহযোগিতায়।

হ্যাকারের পরিচিতি তুলে ধরার জন্য কয়েকটা বৈশিষ্টঃ
. কোন ব্যক্তি যে কোন কম্পিউটার বা এধরনের সিষ্টেমের সাধারন কাজ করার পদ্ধতি পরিবর্তন করে আনন্দ পায়।
. সাধারন প্রোগ্রামিং এর বাইরে ভিন্ন ধরনের প্রোগ্রামিং নিয়ে আগ্রহি।
. যে ব্যক্তি হ্যাকিংকে লাভজনক (যে কোন অর্থে) মনে করে।
. যে ব্যক্তি দ্রুত ভাল প্রোগ্রাম তৈরী করতে পারে।
. কোন বিষয়ে দক্ষ প্রোগ্রামার। যেমন ইউনিক্সে দক্ষ প্রোগ্রামার অন্য সর্ত পুরন করলে সহজে হ্যাকার হতে পারেন।
. ক্রিয়েটিভিটি বিষয়ে যে সীমাবদ্ধতা পছন্দ করে না।
. যে অন্যের ক্ষতিকর সফটঅয়্যার ব্যবহার করে পাশওয়ার্ড, একাউন্ট ইত্যাদি থেকে গুরুত্বপুর্ন তথ্য সংগ্রহ করে। অনেক সময় এদেরকে ক্রাকার বলা হয়।

এথিকাল হ্যাকিং বিষয়টি যেমন গ্রহনযোগ্য তেমনি এরসাথে এথিক বা নীতি নির্দিস্ট। বর্তমানে হ্যাকিং শব্দটিকে মুলত কম্পিউটারের জন্য ব্যবহার করা হলেও ১৯৫০ এবং ৬০ এর দশকে হ্যাকিং বলতে বিশেষ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে রেডিও কিংবা ইলেকট্রনিক সামগ্রীতে সমস্যা সৃষ্টি করা বুঝাত।
যারা এই নীতি মেনে চলেন তারা এথিকাল হ্যাকার, যারা মানেন না তারা আনএথিকাল হ্যাকার। যারা হ্যাকার হতে আগ্রহি তারা এই বিষয়ে পড়াশোনা করতে পারেন। হ্যাকিং শেখানোর বিভিন্ন ব্যবস্থা রয়েছে বিশ্ব জুড়ে। বৈধ তো বটেই, অবৈধ হ্যাকারদেরও স্কুল রয়েছে। এজন্য শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার পদ্ধতি, কৌশল ইত্যাদি শেখানো হয়।

হ্যাকিং নিয়ে বলার এবং জানার শেষ নেই, তবে আমি সব কিছু নিয়ে নিজের অভিজ্ঞতার থেকে আপ্নাদেরে জানানোর চেষ্টা করব।
হ্যাকিং অত্যান্ত জটিল কাজ। কারণ কারও বশঃ করা এত সহজ নয়। আর আপনার হ্যাকিং শিখার ইচ্ছা থাকলেই হবে না, তার সাথে নিয়মিত করতে হবে চর্চাও। আর এর জন্য চাই অনেক অনেক পড়াশুনা। কারণ পড়াশুনা ছাড়া আপনি হতে পারবেন না একজন ভাল হ্যাকার।

হ্যাকিং নিয়ে তেমন বাংলা কোন বই নেই কিছু হিন্দি এবং অধিকাংশ ইংলিশ বই। যেহেতু বিশের সব প্রোগ্রামই ইংলিশে লিখা হয়ে থাকে তাই হ্যাকিং নিয়ে যারা কাজ করেন তারা ওইসব ইংলিশ বই পড়েন।

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে
"আপনি কিভাবে এত কিছু জানলেন ??"
মনের মধ্যে প্রশ্ন রাখলে কাজে মন বসেনা তাই, এখুনি আপ্নাদেরে জানিয়ে দিচ্ছি সেই অজানা কথা।
হ্যাকিং এবং কম্পিউটারার বিষয়ে আমি প্রতিদিন একটা না একটা বই পড়ি যা অনেকটা বিরক্তিকর এরপরও আমি সারাদিন কাজ শেষে সময় করে পড়ছি এবং জানার পিছনে ছুটে বেরাচ্ছি।

আমি যে সব বই পড়ি টা আপনাদের সাথে সেয়ার করলাম ভাল লাগলে সংগ্রহ করে পড়তে পারেন
  1. Hacking The Windows Registry
  2. Hugo Cornwall - The Hacker's Handbook
  3. Hacking into computer systems - a beginners guide
  4. Hacking_IIS_Servers
  5. Addison-Wesley Professional.Honeypots- Tracking Hackers
  6. Wiley.The Database Hacker's Handbook- Defending Database Servers
  7. John Wiley &amp_ Sons.Hacking GMail (ExtremeTech)
  8. Hacking.Guide.V3.1
  9. A-List Publishing.Hacker Linux Uncovered
  10. Hacker'S.Delight
  11. Hacker.Bibel
  12. HackerHighSchool
  13. Hacker's Desk Reference
  14. A Beginners Guide To Hacking Computer Systems
  15. Addison Wesley - Hackers Delight 2002
  16. addison wesley - web hacking - attacks and defense
  17. Addison Wesley, The Outlook Answer Book Useful Tips Tricks And Hacks (2005) Bbl Lotb
  18. amazon-hacks
  19. Anti-Hacker ToolKit - McGraw Hill 2E 2004
  20. Attacking the DNS Protocol
  21. Auerbach.Practical.Hacking.Techniques.and.Countermeasures.Nov.2006
  22. Auerbach.Pub.The.Hackers.Handbook.The.Strategy.Behind.Breaking.into.and.Defending.Networks.Nov.20
  23. bsd-hacks
  24. ceh-official-certified-ethical-hacker-review-guide-exam-312-50.9780782144376.27422
  25. Certified Ethical Hacker (CEH) v3.0 Official Course
  26. Computer - Hackers Secrets - e-book
  27. cracking-sql-passwords
  28. Crc Press - The Hacker'S Handbook
  29. Credit.Card.Visa.Hack.Ucam.Cl.Tr.560
  30. DangerousGoogle-SearchingForSecrets
আরও আছে বাকি গুলো পরে দিব। এই সব বই ইন্টারনেটে ফ্রী পাওয়া যায়। একটু খুজলেই পাবেন।ফালতু একটা পোস্ট করার জন্য দুঃখিত 

আজকের মত এখানেই
খোদা হাফেজ

No comments:

Post a Comment