^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

জেনে নেই কম্পিউটারের হার্ডওয়্যার কি এবং কিভাবে হার্ডওয়্যারের কাজ করতে হয় [সাথে একটা বই ফ্রী]

আসালামুয়ালাইকুম বন্ধুরা। আশা করি মহান আল্লাহের রহমতে সবাই ভালই আছেন।
আজ আমরা কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে আলোচনা করব।

আমরা অনেকে কম্পিউটারের সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু হার্ডওয়্যার সম্পর্কে একদম অজানা এমন মনুষ কম নয়, বিশেষ করে ল্যাপটপের বাপারে।

ল্যাপটপের পার্টস গুলো কিছুটা ছোট ডেস্কটপের চেয়ে। যা অনেকটা চাপানো ভাবে থাকে সেগুল পরিবর্তন বা পরিস্কার করা খুব সোজা যদি আপনার পরিবর্তন বা পরিস্কার করার কৌশল জানা থাকে।
এই সব কাজ করার জন্য হার্ডওয়্যার সম্পর্কে আপনাকে অবশ্যয় ভাল জ্ঞান রাখতে হবে।

একটু জেনে নেই কি ধরণের কাজ হার্ডওয়্যারের মধ্যে পরেঃ
কম্পিউটার যেকোনো পার্টসের মধ্যে সংজোক স্তাপন করা।
 যেমনঃ
১. কিভাবে রাম লাগাতে হয়।
২. কিভাবে সিডি রম লাগাতে হয়।
৩. কিভাবে মাদারবোর্ডের সকল কেব্‌ল সংজোক স্তাপন করতে হয়।
৪. কিভাবে প্রসেসর সংজোক স্তাপন করতে হয়।
৫. কিভাবে হার্ডডিস্ক সংজোক স্তাপন করতে হয়।
৬. কিভাবে একটি দুইটা হার্ডডিস্ক মাদারবোর্ডে লাগেতে হয়।

এছাড়া আপনি একটা কেব্‌ল মডেম কিনেছেন অথবা একটি গ্রাফিস কার্ড / সাউন্ড কার্ড কিনেছেন কিন্তু তা মাদারবোর্ডে কোথায় সংজোক করতে হবে সে বিষয়ে জ্ঞান থাকতে হবে।
এই ধরণের কাজ সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে পরে। তাই হার্ডওয়্যার সম্পর্কে আপনাকে সঠিক জ্ঞান থাকতে হবে হয়তো, আপনার কেনা ডিভাইসটি জলে যাবে।

আজ আপনাদের কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে লিখা আসাধারন একটা বই উপহার দিব।

যার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে ভাল জ্ঞান লাভ করতে পারবেন।
একনজরে জেনে নেই বইটিতে কি কি আছেঃ





এখন দেখি বইয়ের ভেতরে কিভাবে শিখানো হচ্ছেঃ

ল্যাপটপের কোন কোন অংশ খুলতে হবে, যার ফলে আপনি সিডি রম আলাদা করতে পারবেন

ডেস্কটপে কিভাবে দুইটা হার্ডডিস্ক সংজোক করতে হয়

একটি মডেম বা রাউটার কে কিভাবে সংজোক করতে হয়

হার্ডডিস্কের ব্যাডসেক্টর কি এবং কিভাবে রিমুভ করা যায়

যদি বইটি প্রয়োজন মনে করেন তাহলে নিচের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করুন।

কাজ করার সময় হার্ডওয়্যার সম্পর্কে যেকোনো সমাস্যা হইলে কমেন্ট করে জানাতে পারেন, সাহায্য করার চেষ্টা করব।
সবাই ভাল থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
খোদা হাফেজ

No comments:

Post a Comment