সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আজ আপনাদের শিখাব, কিভাবে visiting card বানাতে হয়।
এই কাজটি Photoshop দিয়ে করা অনেক কঠিন।কিন্তু আমি আপনাদের এই কাজটি খুব সহজ ভাবে শিখানোর চেষ্টা করব অন্য এক সফটওয়্যার এর মাধ্যমে।
সফটওয়্যারটির নামঃ Belltech Business Card Designer
সফটওয়্যারটি ফ্রী পাওয়া অনেক কঠিন হলেও চিন্তার কিছু আমি আপনাদের ফ্রী তে দিব।
Belltech Business Card Designer এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যেকোনো ধরনের Business Card (visiting card)বানাতে পারবেন।
কথা না বাড়িয়ে আসুন কাজ শুরু করি।
সফটওয়্যারটি Portable তাই ইন্সটল করার ঝামেলা নাই।
প্রথমে সফটওয়্যারটি রান করুন, এরপর ছবির মত করে কাজ করার চেষ্টা করুন।
ক্লিক “add logo/picture” এরপর “new card template” থেকে design পছন্দ করুন।
আপনার পিসি থেকে যে লোগো অ্যাড করতে চান, সেটি যুক্তু করুন।
এখন আপনার নাম, ইনফর্মেশন অ্যাড করুন।
লিখার কালার পছন্দ করুন।
এরপর “file” থেকে “save as” ক্লিক করে আপনার বানানো কার্ডটি সেভ করুন।
এবার হয়ে গেল আপনার বানান visiting card।
কি বানাতে পেরেছেন?
সফটওয়্যারটি নিজার করে নিতে “download” আইকনে ক্লিক করুন।
আমি খুব সহজ ও গুছিয়ে পোস্টটি করার চেষ্টা করেছি। জানিনা কেমন হয়েছে।
আশা করি ভাল/খারাপ যাই হোক, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর পোস্ট আপনাদের উপহার দিতে পারি।
No comments:
Post a Comment