অনেক সময় ছবির সাইজ পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু এই কাজ অনেক সফটওয়্যার এর মাধ্যমে করা যায়।
সেই রকম একটা সফটওয়্যারের সাথে আজ পরিচিত হব।
সফটওয়্যারটির নামঃ Image Resizer
সফটওয়্যারের সাইজঃ 1.2mb
এই সফটওয়্যার সম্পর্কে বিশেষ আলোচনার কিছু নাই। এটি শুধু ইমেজ resolution কমানোর কাজে ব্যবহার করা হয় ।
এটির মাধ্যমে যেকোনো ফরম্যাটের ইমেজ resolution কমানো যায়।সফটওয়্যারটি ব্যবহার করা খুব সহজ,সফটওয়্যারটি ইন্সটল করার পর, যেকোনো ইমেজ এর উপর রাইট ক্লিক করলে একটা নুতন resize picture নামে অপশন অ্যাড হবে, সেখান থেকে ইমেজ সাইজ কমানো যায়।
আশা করি আপনাদের কাজে কাজে আসবে।
ডাউনলোড লিঙ্ক
No comments:
Post a Comment