^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

ফায়ারফক্সে নির্দিষ্ট ছবি বড় করে দেখা



জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে কোন পাতার লেখা (ছবিসহ) বড় করে দেখতে Ctrl চেপে + বা ছোট করে দেখতে Ctrl এবং – চাপতে হয় আর মূল সাইজে আনতে Ctrl এবং ০ চাপতে হয়। কিন্তু শুধু ছবিটি বড় করে দেখার কোন ব্যবস্থা নেই। তবে একটি এ্যাড-অন্স দ্বারা নির্দিষ্ট যেকোন ছবি ছোট বা বড় করে বা রৌটেট করেও দেখা যাবে।
এ্যাড-অন্সটি এইখান থেকে ইনস্টল করা যাবে। এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার যে ছবিটি ছোট বা বড় করতে চান তার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Zoom Image এ ক্লিক করে নির্দিষ্ট পারসেন্টের উপরে ক্লিক করুন। আর রৌটেট করতে চাইলে ছবিটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Rotate Image থেকে রৌটেট করতে পারেন। এই এ্যাড-অন্সটি মেইল ক্লাইন্ট মজিলা থান্ডারবার্ডেও ব্যবহার করা যাবে।


No comments:

Post a Comment