প্রথমে আপনাকে vrinda নামক ফন্টটি ডাউনলোড করুতে হবে।
তারপরের কাজগুলো করতে হবে যে কোন ফাইল এক্সোরার দিয়ে ।এরজন্য সবথেকে ভাল হবে y-browser অথবা আপনার মোবাইলে যদি netqin এর m guard v3.0 থাকে তাহলে সেটা দিয়েও ফাইল এক্সপ্লোর করতে পারেন । (y-browser অথবা netqin m guard v3.0 ডাউনলোড করুন।)
এবার স্ক্রীনশট গুলোর দিকে লক্ষ করুন।
এবার এখানে যা যা লেখা আছে। (অর্থাৎ আপনার সেটে ) হবহু সেগুলি একটি সাদা খাতায় নোট করুন।এবার ডাউনলোড কৃত vrinda ফন্টটি চারটি কপি করুন (কিছু কিছু সেটে বেশিও থাকতে পারে) এবং এখানে যেমন আছে সেরকম চারটি ফন্ট বানান। অক্ষর, নাম্বা, ttf, সহ। এবার back এ যান।
এবং resource ফাইলটি ওপেন করুন।
যদি আগে থেকে fonts ফাইল না থাকে তাহলে তৈরি করে নিন।এবং ওপেন করুন।
এবার সেই চারটি ফন্ট কপি করে এই ফাইলে পেস্ট করুন। এবং আপনার মোবাইলটি রিস্টার্ট করুন ।
কি এবার খুশি লাগছেতো ?!!!!!!!!!!!
পোস্ট ভাল হলে লইক দিতে ভুলবেননা কিন্তু।
No comments:
Post a Comment