আজকে আমি সকলের জন্য খুবই জরুরী পোষ্ট করছি।
এজন্য যা দরকার :
১. Ultra ISO (এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করুন)
২. ৪ অথবা ৮ জিবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড
৩. উইন্ডোজ সেভেনের DVD
এবার কাজ শুরু করা যাক
১. প্রথমে Ultra ISO ইনস্টল করে কীজেন দিয়ে ফুল ভার্সন করুন
২. এরপর DVD Writer এ উইন্ডোজ সেভেনের DVD প্রবেশ করার পর My Computer এ গিয়ে DVD এর উপর Right Button ক্লিক করে Ultra ISO অপশন এ গিয়ে ক্লিক করুন “create CD/DVD Image”. তারপর ISO Image file সেভ করুন।
(স্ন্যাপশট দেখুন)
৩. CPU তে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড প্রবেশ করান
৪. এবার Ultra ISO সফ্টওয়্যার এর উপর Right Button ক্লিক করে “run as administrator” সিলেক্ট করে ওপেন করুন। তারপর File অপশনে গিয়ে Open ক্লিক করে ওপেন করুন উইন্ডোজ সেভেনের সেভ করা ISO Image file.
৫. এবার Bootable অপশনে গিয়ে সিলেক্ট করুন “Write Disk Image”. দেখবেন আপনার পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড শো করছে।
(স্ন্যাপশট দেখুন)
৬. সবশেষে কোন অপশন পরিবর্তন না করে “Write” ক্লিক করুন
(স্ন্যাপশট দেখুন)
৭. শেষ হওয়ার পর পিসি রি-স্টার্ট দিয়ে আপনাকে অবশ্যই Bios Setting এ গিয়ে বুট অপশনে ক্লিক করে সবগুলোর প্রথমে USB Boot সিলেক্ট করতে হবে। তারপর আবার রি-স্টার্ট দিলেই পেনড্রাইভ দিয়ে সেটআপ শুরু হবে।
বি.দ্র. এই পদ্ধতি শুধুমাত্র উইন্ডোজ সেভেনের জন্য। অন্যগুলোর জন্য নয়।
No comments:
Post a Comment