আজ আমরা কীবোর্ড বাজান শিখব। আপনিও নিয়মিত চর্চা করলে একজন ভাল কীবোর্ডার হতে পারেন।
আর কথা না বলে শুরু করে দেয় কীবোর্ড বাজান।
প্রথমে আপনাকে যেতে হবে এই লিংকে। এটি একটা ফ্লাশ সাইট।এই সাইটে গিয়ে একটু অপেক্ষা করতে হবে। পেজ লোডে হইলে আপনি একটা কীবোর্ড দেখতে পাবেন। এখানে আপনি এই কীবোর্ড আপনার কম্পিউটারের কীবোর্ড মাধ্যমে অথবা মাউসের মাধ্যমে বাজাতে পারেন।আসুন একনজরে দেখে নিই কোন কোন রিডে আপনি বাজাতে পারবেন।
তো এখন থেকে শুরু করে দিন ভার্চুয়াল কীবোর্ড বাজানো।
সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন
ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment