^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

অনলাইনে ছবি ডিজাইন করুন

আসসালামু আলাইকুম,
আশা করি আল্লাহ এর রহমতে সবাই ভাল আছেন।
আমরা অনেকেই বিভিন্ন রকমের ছবি বিভিন্ন ডিজাইন করে থাকি। ডিজাইন সুন্দর ভাবে করার জন্য আমরা অনেকেই চাই যে ছবিটা যেন সুন্দর হয়ে থাকে। তাই আমরা কিছু সফটওয়্যার দিয়ে আমদের ছবি এডিটিং করে থাকি। এর জন্য আমরা ফটোসপ ব্যবহার করে থাকি। কিন্তু আমদের মাঝে অনেকেই আছে যারা ফটোসপ এর কাজ জানে না। ফটোসপ এমন একটি সফটওয়্যার যা দিয়ে কাজ করতে হলে প্রথমে আপনাকে ফটোসপ নিয়ে কাজ শিখতে হবে। তাছাড়া এটি নিয়ে কাজ করে অসম্ভব। এছাড়া আরও অনেক সফটওয়্যার আছে যা দাড়া ছবি এডিটিং এর কাজ করা যায়। কিন্তু ইদানিং অনলাইন এ বিভিন্ন ওয়েবসাইট আছে যার দাড়া আপনি ফটোসপ এর চেয়ে আরও সুন্দর সুন্দর ছবি এডিটিং করে রাখতে পারেন। অনলাইন এ খুব সহজ ভাবে এবং কোন প্রকার ঝামেলা ছাড়াই ছবি এডিটিং করা যায়। আপনার পছন্দ মত ছবি আপলোড করে আপনি নিজেই খুব সুন্দর ভাবে এফেক্ট দিয়ে ছবির মান বাড়াতে পারেন। তবে অনলাইন এর ওয়েবসাইট এর মধ্যে ফটোফানিয়া নামে একটি সাইট আছে যা সবাই যানে। কিন্তু এর বাইরে আরও অনেক ওয়েবসাইট আছে যার দাড়া অনলাইন এ ছবি ডিজাইন করা যায়। তাই আজ আমি কয়েকটি অনলাইন এর ছবি ডিজাইন করার ওয়েভসাইট এর নাম এবং লিঙ্ক দিয়ে দিলাম যা আপনাদের কাজে লাগবে।

লিঙ্ক গুলো হলো নিম্নরূপঃ
ফটোভিসি
ফটো৫০৫
পিকারটিয়া
ফানিফটো
ফানফটোবক্স
পিজ্যাপকম

আশা করি এই সাইট গুলো খুব কাজে লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না।

No comments:

Post a Comment