অনেক সময় মাউস ও কীবোর্ড লক করার প্রয়োজন হয় কারন প্রয়োজনীয় অনেক ফাইল কমবেশি সবার আছে কিন্ত ছোটরা তা বোঝেনা। না বোঝের কারনে তারা হয়তো সেগুল ডিলিট করতে পারে তাই আপনি ইচ্ছা করলে আপনার মাউস ও কীবোর্ড এই সফটওয়্যারের মাধ্যমে লক করে রাখতে পারেন।
সফটওয়্যারটির নাম হলঃ Kid-Key
এটি একটি ফ্রী সফটওয়্যার। তাই কোন কী লাগেনা।
এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি যেসব কাজ করতে পারবেন তা হল:
আপনার মাউসের বাম, ডান বাটন এবং এমনকি মাঝের হুইলটিও লক করতে পারবেন।
এছাড়াও কীবোর্ডের এলফাবেট কী, নামবার কী, ফাংশন কী ইত্যাদি লক করতে পারবেন।
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন। সাইজ ৭4৩Kb
ডাউনলোড করে ইনস্টল করুন।
তারপর সফটওয়্যারটি রান করুন এবং যাবতীয় সেটিংস ঠিক করে পাসওয়ার্ড দিয়ে ব্যাবহার করুন।
ব্যাবহার করে ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেনা।
No comments:
Post a Comment