^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

যেকোন ধরনের ইমেজকে রিসাইজ করুন।কয়েক মেগাবাইটের ইমেজকে কয়েক কিলোবাইটের মধ্যে নিয়ে আসুন সফটওয়ারের সাহায্যে


VSO Image Resizer ব্যাবহার করে খুব সহজে কোন ঝামেলা ছাড়াই যে কোন মানের যে কোন ওয়েটের ছবিকে কয়েক কিলোবাইটের মধ্যে নিয়ে আসতে পারবেন। এতে আপনার ছবির মানের তেমন কোন হের ফের হবে না অথচ আপনার ছবি হবে অরজিনাল ছবির মতই প্রায় নিখুত। অনেকে চাকরির জন্য বা অন্য যে কোন কারনে নিজের ছবিকে কয়েক  কিলোবাইট এর মধ্যে নিয়ে আসার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই সফটওয়ার টি অনেক প্রয়োজন হতে পারে। আপনি এর উপর হয়ত অনেক সফটওয়ার ইন্টারনেটে পাবেন কিন্তু আমার দেখা সবচাইতে ভালো ফ্রি সফটওয়ার এটি।
প্রথমেই আপনি এই লিংক থেকে ডাউনলোড করে সফটওয়ার টি ইনস্টল করে নিন।
এবার এটি ওপেন করে continue বাটনে ক্লিক করলে নিচের ইন্টারফেস টি পাবেন। এখন আপনার কাঙ্খিত ইমেজ টিকে  File list এর নিচে ছেড়ে দিন এবং Next বাটনে ক্লিক করুন।

এরপর আরেকটি নিচের মত ইন্টরফেস লক্ষ্য করুন।

এখান থেকে আপনি ইচ্ছামত পরিবর্তন বা পরিমার্জন করে ইমেজটিকে আপনার কাঙ্খিত ওজনের মধ্যে আনতে পারবেন।
উপরে একটা ১০মেগাবাইটের ছবিকে ২৫ কিলোবাইটের মধ্যে আনা হয়েছে। এখন আপনার পালা দেখুন আপনিও চেষ্টা করে পারেন কিনা??

No comments:

Post a Comment