আপনারা হয়ত সবাই কমবেশি অনেক পদ্ধতি জানেন কিভাবে পেনড্রাইভ দিয়ে আপনি আপনার পছন্দের উইন্ডোজ ইন্সটল করবেন। কিন্তু কোডিং করে এই পদ্ধতিটি অন্য যে কোন পদ্ধতির চাইতে আলাদা এবং সহজতর হবে।
প্রথমে আপনি Sart মেনু থেকে All Programs এ গিয়ে Accessories এ যান এবং command prompt কে Run as administrator দিয়ে ওপেন করুন। এবার পর্যায়ক্রমে নিচের কমান্ড গুলো লিখুন। মনে রাখবেন প্রতিটি কমান্ড লিখে এন্টার করতে হবে। এবার পর্যায় ক্রমে কমান্ডগুলো লক্ষ্য করুন:
diskpart
list disk
select disk 1
list partition
select partition 1
active
select partition 1
list partition
exit
K:\boot\bootsect.exe /nt60 K: /nhr
এখানে K: দ্বারা পেনড্রাইভটির ড্রাইভ লেটার বুঝানো হয়েছে। আপনার পিসিতে পেনড্রাইভের ড্রাইভ লেটার কি সেটা বসাবেন।
এবার আপনি কম্পিউটার টি রিস্ট্যাট করুন এবং bios গিয়ে first boot হিসেবে পেনড্রাইভ সিলেক্ট করুন। এরপর নিচের মত চিত্র দেখবেন
এখন যে কোন কি প্রেস করলে পেনড্রাইভ থেকেই উইন্ডোজ 7 install হতে শুরু করবে।
No comments:
Post a Comment