আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে বোখারী শরীফ নিয়ে আলোচনা করব।
আমরা মুসলিম হয়েও আজ ভুলে গেছি ইসলাম কে। যেটা কখনও আমাদের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। আসুন আমরা ইসলাম সম্পর্কে জানি এবং মেনে চলার চেষ্টা করি।
আমরা অনেকে জানি, হাদিস শরীফের কিতাবগুলোর মধ্যে বোখারী শরীফকে সবচেয়ে বিশুদ্ধ বলে । একজন মুসলমান হিসেবে আমাদের যেমন নিয়মিত কোরান শরীফ পড়া উচিৎ, তেমনি হাদিসও পাঠ করা উচিৎ। এইসব বই বাজারে অনেক পাওয়া যায় কিন্ত নেটে পাওয়া একটু কষ্ট কর, তাই আপনাদের কষ্ট একটু কমিয়ে দিতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বোখারী শরীফ আর সব গুল পাঠ আর pdf বই।
তাই আসুন নিয়মিত কিছু সময় বোখারী শরীফের পাঠ করি এবং মেনে চলার চেষ্টা করি।
তাহলে দেরী না করে এখনি বোখারী শরীফের ডাউনলোড করুন এবং পড়ুন।ভাল লাগলে জানাবেন। সামনের দিন হয়ত আরও ভাল কিছু দিতে চেষ্টা করব।
সবাইকে ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য।
No comments:
Post a Comment