^ সবার উপরে যেতে চান,আমাকে হিট করুন

খোঁজ করুন

Páginas

RECYCLE BIN যুক্ত করুন রাইট বাটনে

অসুস্থার কারনে গত ৩-৪দিন ঠিক মত পিসিতে বসতে পারিনি।

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

এবার কাজের কথায় আসি । আমরা আমাদের কম্পিউটার কে ইচ্ছা করলেই নিজের মত করে ফিচার অ্যাড করে নিতে পারি। তেমনি একটি কাজ হল – “রাইট বাটনে রিসাইকেল বিন যুক্ত করা “।
রিসাইকেল বিন ক্লিক করে ফাইল ডিলিট করা একটা ঝামেলাকর বিষয় । তাই যদি রাইট বাটনে এটা যুক্ত করা যায় তবে কি কষ্টটা কমে গেল না??

এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইট পাবেন। এর পর নিচের ছবি দেখেন।


এরপর registry ফাইলে ক্লিক করুন ।

ফাইল টি ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক ফাইলটি রান করুন

এরপর ইয়েস বাটনে ক্লিক করুন এবং পিসি RESTART করুন এবং রাইট বাটনে ক্লিক করে দেখুন রিসাইকেল বিন যুক্ত হয়ে গেছে।

বিদ্রঃ এই পদ্ধতি শুধু মাত্র উইন্ডোজ এক্সপির জন্য।

ভাল লাগলে কমেন্ট করবেন ।

আর আমার জন্য দোয়া করবেন।

No comments:

Post a Comment